প্রধানমন্ত্রীসহ মন্ত্রী এমপিদের বিরুদ্ধে কটুক্তি : সিলেটে ১৭ জনের বিরুদ্ধে এক ছাত্রলীগ নেতার মামলা

Published: 27 October 2023

সিলেট অফিস :


সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী প্রচারণা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের মন্ত্রী এমপিদের নিয়ে কটুক্তি করায় সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে ১৭ জনের বিরুদ্ধে। গত সোমবার (২৩ অক্টোবর) সাইবার ট্রাইব্যুনাল সিলেটের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ মনির কামালের আদালতে মামলাটি দায়ের করেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মুহিবুর রহমান জুয়েল তারেক। মামলাটি আমলে নিয়ে আগামী ৩০ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য ছাতক থানার ওসিকে নির্দেশ দেন আদালত।

সূত্রে জানা গেছে, একটি চিহ্নিত চক্র পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, যোগাযোগ মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এমপি এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে কটুক্তি করে যাচ্ছে। এমনকি তারা প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ ব্যক্তিদের নিয়ে আপত্তিকর নোংরা ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে। তাদেরকে এই ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার অনুরোধ জানালে উল্টো প্রাণ নাশের হুমকী-ধামকী দিয়েছে। তাই তাদের বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা গ্রহণের জন্য সাইবার নিরাপত্তা আইনের ২৫(২)/২৯/৩১ ধারায় সিলেটের সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়েছে। সাইবার ট্রাইব্যুনাল পিটিশিন মামলা নং-২১১/২০২৩ইং।

আসামীরা হচ্ছেন- সিলেট গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ গ্রামের ফজলুল হকের পুত্র ও সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ শাহজাহান আহমদ (৩৩), ওসমানীনগর উপজেলার লামাপাড়া গ্রামের মৃত ফয়েজ উল্লাহর পুত্র ও সাবেক উপজেলা বিএনপি নেতা শামীম আহমদ (৫৩), ওসমানীনগর উপজেলার কাশিকাপন গ্রামের মিজানুর রহমানের পুত্র ও সাবেক এমসি কলেজ ছাত্রদল নেতা মুজিবুর রহমান মুজিব (২৬), সিলেট নগরীর কুমারপাড়ার বাসিন্দা আব্দুল ওদুদ মাসুমের পুত্র ও সাবেক মহানগর ছাত্রদল নেতা আব্দুল মালিক জাহিদ (২৫), সুনামগঞ্জের ছাতক উপজেলার লক্ষীপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র ও সাবেক জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মাহফুজুর রহমান (৩৭), সিলেটের বালাগঞ্জ উপজেলার গোঘরাকান্দি গ্রামের আনোয়ার আলীর পুত্র সাবেক উপজেলা জামায়াত নেতা আহমদ আলী (৪৩), ঢাকার গুলশান থানার শাহজাদপুরের তৌহিদুর রহমানের পুত্র ও গুলশান থানা বিএনপির উপদেষ্টা মোঃ তারিক জামিল (৫৪), সিলেটের বিশ^নাথ উপজেলার রামধানা গ্রামের ঈরশাদ আলীর পুত্র ও সাবেক দক্ষিণ সুরমা কলেজ ছাত্রদল নেতা তাজ উদ্দীন (২৩), দক্ষিণ সুরমা উপজেলার বলদী গ্রামের মোঃ আলকাছ আলীর পুত্র ও সাবেক উপজেলা জামায়াত নেতা মোঃ আলম আহমদ (৩৭),বিয়ানীবাজার উপজেলার খশিরবন্দ গ্রামের মুজম্মিল আলীর পুত্র ও সাবেক উপজেলা জামায়াত নেতা মোঃ অহিদুল ইসলাম (৪২), চট্টগ্রামের সন্দীপ উপজেলার গাছুয়া গ্রামের শাহাব উদ্দিনের পুত্র ও সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির নেতা আলী শাহজাদা (৩৬), মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৌর এলাকার হাটবন্দ গ্রামের তৈয়ব আলীর পুত্র ও সাবেক পৌর ছাত্রশিবির নেতা মোঃ আরশাদ আলী (৩৩), বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের আব্দুল হকের পুত্র ও সাবেক উপজেলা ছাত্রশিবির নেতা মোঃ এমদাদুল হক (৪৪), সুনামগঞ্জের ছাতক উপজেলার রাধানগর গ্রামের মৃত গোলাম আলীর পুত্র ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ (২৯), জগন্নাথপুর উপজেলার কামিনিপুর গ্রামের মোঃ আব্দুন নুরের পুত্র ও সাবেক সিলেট জেলা ছাত্রদল নেতা সাজ্জাদ নূর (২৬), সিলেটের বিশ্বনাথ উপজেলার বাহাড়া দুবাগ গ্রামের মোঃ সফর মিয়ার পুত্র ও সাবেক সিলেট মহানগর ছাত্রদল নেতা মোঃ অলি আহমদ (২৫) ও সিলেট নগরীর টিলাগড়ের মোঃ আব্দুল্লাহ এর পুত্র মোঃ শামছুর রহমান (২২)। এ ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মনির উদ্দিন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য ছাতক থানার ওসিকে নির্দেশ প্রদান করেছেন আদালত।