গাজায় যুদ্ধবিরতির জন্য পদক্ষেপ লেবার এমপি জারাহর

Published: 13 November 2023

পোস্ট ডেস্ক :


বৃটেনের লেবার এমপি জারাহ সুলতানা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ‘কিংস স্পিচ’ সংশোধনের দাবি তুলেছেন। সুলতানার এমন পদক্ষেপকে দেখা হচ্ছে লেবার নেতা কিয়ার স্টারমারের কর্তৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে। গাজা ইস্যুতে স্টারমারের অবস্থানকে প্রত্যাখ্যান করে কয়েক দিন আগেই পদত্যাগ করেছেন ব্র্যাডফোর্ডের এমপি ইমরান হোসেন।

এরমধ্যে জারাহ সুলতানার এমন দাবি উত্থাপন স্টারমারের ওপর চাপ আরও বৃদ্ধি করেছে। গাজায় যুদ্ধবিরতি আহ্বান জানাতে আসা প্রচণ্ড চাপ এখন পর্যন্ত উপেক্ষা করে চলেছেন স্টারমার। তিনি শুধুমাত্র ফিলিস্তিনের এই অঞ্চলে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। একই ধরণের আহ্বান জানিয়েছে বৃটেন ও যুক্তরাষ্ট্রের অন্য নেতারাও।

সুলতানা বৃটিশ পার্লামেন্টে থাকা অল্প কয়েকজন মুসলিম এমপিদের একজন। তিনি জানান, একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির জন্য তার আহ্বান বৃটিশ জনগণেরই দাবি। ইসরাইল প্রতিদিনই শত শত ফিলিস্তিনিকে হত্যা করছে। হাউস অব কমনসে তিনি বলেন, ইসরাইলের হামলায় ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের প্রায় অর্ধেকই শিশু। এখন পর্যন্ত নিহত প্রতিটি শিশুর নাম ও বয়স পড়তে প্রায় ছয় ঘণ্টা সময় লাগবে।

কিন্তু এই ভয়াবহতাকে বৃটিশ সরকার গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে। তাই আজ আমি কিংস স্পিচ-এ সংশোধন আনার জন্য দাবি তুলছি। আমার এই পদক্ষেপকে ৭৬ শতাংশ বৃটিশ সমর্থন দিচ্ছে।
তার সংশোধন দাবিতে বলা হয়েছে, বৃটিশ সরকারের উচিৎ অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে উভয় পক্ষকে চাপ প্রদান করা এবং হামাসের হাতে বন্দিদের নিঃশর্ত মুক্তি নিশ্চিত করা। পাশাপাশি গাজার অবরোধ বাতিল করে সেখানে চিকিৎসা সামগ্রী, খাদ্য, জ্বালানি, বিদ্যুৎ ও পানি সরবরাহ করা। পাশাপাশি সেখানে আন্তর্জাতিক আইন কার্যকর হবে তার গ্যারান্টিও দাবি করেন তিনি।

এই এমপির এমন দাবিকে এরইমধ্যে বৃটেনের অন্তত ২০ রাজনীতিবিদ সমর্থন করেছেন। যাদের মধ্যে আছেন দীর্ঘদিনের লেবার ব্যক্তিত্ব রোসেনা অ্যালিন-খান, জন ম্যাকডোনেল, নাদিয়া হুইটম এবং প্রাক্তন লেবার নেতা জেরেমি করবিন। গাজা ইস্যুতে বিভক্ত হয়ে পড়েছে বৃটেনের লেবার পার্টি। দলটির নেতা স্টারমার স্পষ্টতই এ যুদ্ধে ইসরাইলের পক্ষ নিয়েছেন। এমনকি তিনি গাজায় পানি ও বিদ্যুৎ বন্ধ করে দেয়াকেও সমর্থন দিয়েছিলেন। এ নিয়ে লেবার পার্টির মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।