বিতর্কের মুখে নেদারল্যান্ডসের ভাবী প্রধানমন্ত্রী

Published: 27 November 2023

পোস্ট ডেস্ক :


দেশের আইনের চেয়ে কোরআনকে যারা বেশি গুরুত্বপূর্ণ মনে করেন তাদের দেশ ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন নেদারল্যান্ডসের ‘পপুলিস্ট পার্টি ফর ফ্রিডম’ পার্টির নেতা গির্ট উইল্ডার্স। প্রধানমন্ত্রীর পদে তার শপথ নেয়ার সম্ভাবনা ক্রমেই উজ্জ্বল হয়ে উঠেছে। একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা গেছে -“আমার কাছে নেদারল্যান্ডসের সমস্ত মুসলমানদের জন্য একটি বার্তা রয়েছে যারা আমাদের স্বাধীনতা, আমাদের গণতন্ত্র এবং আমাদের মূল্যবোধকে সম্মান করে না, যারা আমাদের ধর্মনিরপেক্ষ আইনের চেয়ে কোরআনের নিয়মগুলিকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন, এদের সংখ্যা অনেক বেশি। প্রফেসর কুম্পান্সের গবেষণা দেখিয়েছে তা ৭ লক্ষ। ওদের প্রতি আমার বার্তা,আপনারা একটি ইসলামিক দেশে চলে যান। সেখানে আপনি ইসলামিক নিয়ম উপভোগ করতে পারবেন । এগুলো তাদের নিয়ম, কিন্তু আমাদের নয়। ”সেইসঙ্গে উইল্ডার্স- এর দাবি ‘আজ হোক বা কাল বা তার পরের দিন পিভিভি সরকার গড়বে আর আমি হব এই সুন্দর দেশটার প্রধানমন্ত্রী।’
উইল্ডার্স সরকার গঠনের জন্য তার প্রস্তুতি ঘোষণা করেছিলেন। সাম্প্রতিক নির্বাচনে তার দল সবচেয়ে বেশি আসনে জয়ী হওয়া সত্ত্বেও, পিভিভি ডাচ পার্লামেন্টে মাত্র ২৫% আসন ধরে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে, সরকার ঘটনার জন্য অন্যান্য দলের সাথে সহযোগিতার প্রয়োজন। রক্ষণশীল ভিভিডি পার্টি, নতুন নেতা ডিলান ইয়েসিলগোজের অধীনে, বাইরে থেকে ওয়াইল্ডার-নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করার সম্ভাবনাকে উড়িয়ে দেয়নি।

তারা অবশ্য মন্ত্রিসভায় অংশগ্রহণের বিষয়টি অস্বীকার করেছে।
এদিকে, মধ্যপন্থী এনএসসি পার্টির পিটার ওমটিজিট তার চরম দৃষ্টিভঙ্গির কারণে ওয়াইল্ডার্সের সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ দেখছেন , যা ডাচ সংবিধানের ধর্মীয় স্বাধীনতা সুরক্ষার পরিপন্থী হতে পারে।নেদারল্যান্ডে জোট নিয়ে আলোচনা প্রায় কয়েক মাস ধরে চলেছে। উইল্ডার্স যদি সরকার গঠনে ব্যর্থ হন, তাহলে পিভিভি বাদ দিয়ে আরও কেন্দ্রবাদী জোটের আবির্ভাব হতে পারে।