বিয়ের আসর ছেড়ে পালালেন বর, তুলে এনে বিয়ে দিল পুলিশ!

Published: 2 February 2024

পোস্ট ডেস্ক :


বিয়ের দিন হবু শ্বশুরবাড়িতে মনের মতো আপ্যায়ন পাননি বর। আর এতে প্রচণ্ড রাগ হয় তার। বিয়ে না করেই পালিয়ে নিজ বাড়িতে চলে যান তিনি। বিষয়টি জানাজানি হলে পুলিশ বরকে খুঁজে আবার বিয়ের আসরে নিয়ে আসেন। পুলিশের উপস্থিতিতেই এক হয় চার হাত।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ফতেপুর জেলার রাধানগর গ্রামে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই গ্রামের বাসিন্দা এক তরুণীর সঙ্গে পাশের গ্রামের এক যুবকের বিয়ে ঠিক হয়। গোধূলি লগ্নে তাদের বিয়ে হওয়ার কথা। লগ্নের আগেই বরযাত্রীসহ বর চলে আসেন কনের বাড়িতে।

কনেপক্ষের লোকজন বরকে বরণ করে নিয়ে নির্দিষ্ট জায়গায় বসান। কিন্তু পাত্র ও তার আত্মীয় স্বজনদের মনে হয়, তাদের কম গুরুত্ব দেওয়া হচ্ছে। মনের মতো আপ্যায়নও পাচ্ছেন না তারা। একপর্যায়ে কৌশলে বিয়েবাড়ি ছেড়ে তারা পালিয়ে যান।

পরে কনে বাড়ির লোকজন পুলিশের দ্বারস্থ হন। ঠিকানা সংগ্রহ করে পাত্রের বাড়ি যায় পুলিশ। কিন্তু কোনোভাবেই তাকে বিয়ে করতে কনের বাড়িতে যেতে রাজি করানো যাচ্ছিল না। শেষ পর্যন্ত এক প্রকার জোর করেই তাকে বিয়ের আসরে তুলে নিয়ে আসা হয়। পুলিশ দাঁড়িয়ে থেকে বিয়ে দেয় দুজনের।