রমজান মোবারক
শফি আহমেদ
কত দিন কত রাত
বারো মাস পরে
আবার আসিল ফিরে।
এক চিলতে পহেলা রমজানের চাঁদ
কেমন মধুয়া মহিরে
ভরা আকাশ এক ঝলকে সারা আঙ্গিনা জ্বলে
প্রথম দেখা দেখতে না দেখতে
সারা বিশ্ব আনন্দ লুটে।
অবাক তারার ঝলসা
নিরলে আড়ালে কোন কাননে ফুটে
এল এই বেনজির তিলক বাঁকা চাঁদ
ও সে অদেখা আঁকাবাঁকা পথে
ঝরিন জোনাকি উইড়া উইড়া বাসে
রজনীগন্ধার বাঁকে।
দানা পানি ছাড়া রোজা মাস
তবু রাজ্ অনুরাগ
এ কুহুক শুধু রোজাদারীই বুঝে।
সোনার পালঙ্কে স্লিপিং বিউটি
থমকে থমকে উঠে।