ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১২

Published: 17 April 2024

পোস্ট ডেস্ক :


ঝালকাঠিতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন।

বুধবার দুপুরে ঝালকাঠি গাবখান সেতু এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন এডিশনাল পুলিশ সুপার ঝালকাঠি সদর সার্কেল মুহিদুল ইসলাম।

তিনি বলেন, এই দুর্ঘটনায় ঘটনাস্থলে ৮ জন এবং হাসপাতালে নেওয়ার পর ৪ জনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।