ইউকে মিডল্যান্ডস আল ইসলাহর উদ্যোগে কমিউনিটি সমাবেশ
শুধু আমার নির্বাচনী এলাকার উন্নয়ন নয়, বৃহত্তর সিলেট ও দেশ-জাতির উন্নয়নের পাশাপাশি প্রবাসীদের দুঃখ-দুর্দশা লাগবেও কাজ করে যাবো—মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের নিবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি বলেছেন, আল্লাহর ওয়াস্তে ভ্রাতৃত্ববোধ সুন্দর সমাজ বিনির্মাণের অন্যতম মাধ্যম। কারো সাথে আল্লাহর ওয়াস্তে ভ্রাতৃত্ব সৃষ্টি করলে সেটা কিয়ামতে কাজে আসে, জাগতিক কোনো ভ্রাতৃত্ব পরকালে কাজে আসবেনা। আজ আপনারা আমাকে যে দ্বীনি ভালোবাসা দেখাচ্ছেন সেটার জন্য আমি চির কৃতজ্ঞ। এভাবে আমাদের প্রতিটা ঘরে, সমাজে দ্বীনি ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আজ আমার কাছে প্রবাসীদের পক্ষ থেকে দেশে তাদের বিভিন্ন বিড়ম্বনা নিরসনে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। আমি একজন সংসদ সদস্য এবং একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের চেয়ারম্যান হিসেবে যেহেতু আমার সুযোগ আছে, তাই আমি শুধু আমার নির্বাচনী এলাকা জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়ন নয়, বৃহত্তর সিলেট ও দেশ-জাতির উন্নয়নের পাশাপাশি প্রবাসীদের দুঃখ-দুর্দশা লাগবেও কাজ করে যাবো। যেমন, দেশে প্রবাসীদের মৃতদেহ পাঠানোর বিড়ম্বনা, পাওয়ার অব অ্যাটর্ণি, বিমান ভাড়া এসব নিয়ে জোরালো কথা বলা প্রয়োজন। আমি সে বিষয়ে সোচ্চার ভূমিকা রাখব ইনশা আল্লাহ।
তিনি আরো বলেন, দেশে আলিম-উলামাসহ, লাওয়ারিশ ও নির্দোষ অনেক মানুষ দীর্ঘদিন থেকে কারাবন্দি। আমার কাছে শুধু আলিম-উলামার মুক্তির দাবিতে কথা বলার সুপারিশ করা হয়। সেক্ষেত্রে শুধু আলিম উলামা নয়, লাওয়ারিশ ও নির্দোষ সকল কারবন্দির মুক্ত করতে আমি কাজ করব।
তিনি গতকাল (২৯ এপ্রিল) সোমবার আনজুমানে আল ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশনের উদ্যোগে বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে অনুষ্ঠিত ভ্রাতৃত্বপূর্ণ সমাজ বিনির্মাণে মহানবী (সা.)’র শিক্ষা এবং দেশে প্রবাসীদের নিরাপত্তা, অধিকার সংরক্ষণ ও সার্বিক উন্নয়ন শীর্ষক কমিউনিটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দানকালে এ কথাগুলো বলেন।
আনজুমানে আল ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশনের প্রেসিডেন্ট ও দি ব্রিটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী, লতিফি হ্যান্ডসের সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী, ইউকে আল ইসলাহর ভাইস প্রেসিডেন্ট হাফিজ কয়েছুজ্জামান, মুহাম্মদ খুরশিদ-উল হক, উপদেষ্টা মোহাম্মদ এমদাদ হোসাইন ও বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ কামরুল হাসান চুনু।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , জমিয়তে উলামায়ে ইসলাম বার্মিংহামের প্রেসিডেন্ট মাওলানা এখলাসুর রহমান , শাহবাগ জামেয়ার মুহতামিম মাওলানা আব্দুল হাফিজ, বার্মিংহাম আল ইসলাহর প্রেসিডেন্ট মাওলানা বদরুল হক খান, সান্ডওয়েল আল ইসলাহর প্রেসিডেন্ট মাওলানা রফিক আহমদ, লেস্টার আল ইসলাহর প্রেসিডেন্ট হাজী আব্দুল কাইয়ুম, ব্রিস্টল আল ইসলাহর প্রেসিডেন্ট হাফিজ মনসুর আহমদ চৌধুরী, ওয়ালছল আল ইসলাহর ভাইস প্রেসিডেন্ট হাজী আবু তাহের মোঃ সাদ উদ্দিন , দি ব্রিটিশ মুসলিম স্কুলের শিক্ষক মাওলানা মাহবুব কামাল, বার্মিংহাম প্রেস ক্লাবের সেক্রেটারী জয়নাল ইসলাম, নর্থহামপটান বাংলাদেশী এসোসিয়েশনের ট্রাষ্টী মোঃ আব্দুর রুফ প্রমুখ।
এতে উপস্হিত ছিলেন , ইউকে আল ইসলাহর কাউন্সিল মেম্বার মাষ্টার আব্দুল মুহিত ,মিডল্যান্ডস আল ইসলাহর ভাইস প্রেসিডেন্ট মাওলানা রুকনুদ্দীন আহমদ, দি ব্রিটিশ মুসলিম স্কুলের শিক্ষক মাওলানা গুলজার আহমদ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আখতার হোসাইন জায়েদ , মাওলানা দুলাল আহমদ ,বার্মিংহাম আল ইসলাহর সেক্রেটারি হাফিজ রুমেল আহমদ, সান্ডওয়েল আল ইসলাহর সেক্রেটারী হাফিজ আলী হোসেন বাবুল , শাহজালাল লতিফিয়া মাসজিদ এন্ড ইসলামিক স্কুলের পরিচালক মুফতি রফিক উদ্দিন, ওয়ালছল জালালাবাদ সুন্নি জামে মাসজিদের খতিব মাওলানা নোমান আহমদ , ডার্লিস্টন জামে মাসজিদের ইমাম ও খতিব মাওলানা সালেহ আহমদ মনসুরী, আলমরক গাউছিয়া জামে মাসজিদের খতিব মাওলানা আতিকুর রহমান , লেস্টার মাসজিদের খতিব মাওলানা আব্দুল জলিল, মাওলানা নুরুল আমিন, মাওলানা আব্দুল মুনিম , হ্যান্ডসওয়ার্থ জামে মাসজিদের ইমাম মাওলানা দেলওয়ার হোসাইন, হাফিজ কবির আহমদ , সাবেক কাউন্সিলার ইউসুফ মিয়া, বাংলাদেশ ইসলামিক সেন্টার লজেলসের চেয়াম্যান আলহাজ আজির উদ্দিন আবদাল , ক্যাশিয়ার হাজী তারা মিয়া , বাংলাদেশ কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট আলহাজ আব্দুল গফুর , মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির এর প্রেসিডেন্ট আব্দুর রশিদ সেক্রেটারী ফখরুদ্দিন ,সিলেট স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান মাশুক আহমদ সেক্রেটারী আব্দুর রব, মিডল্যান্ডস বার্মিংহাম প্রেস ক্লাবের সেক্রেটারী সাহিদুর রহমান, লিটন মিয়া, জায়েদুল ইসলাম, জয়নাল আবেদীন প্রমুখ ।
সমাবেশে প্রধান অতিথি মহোদয়কে ফুল দিয়ে মিডল্যান্ডস আল ইসলাহ ও এর আওতাভুক্ত বিভিন্ন ব্রান্চ এবং বিভিন্ন প্রতিষ্টান ও সংস্হার পক্ষ থেকে বরণ করা হয় এ ছাড়াও তাকে ক্রেষ্ট প্রধান করা হয় ।
সমাবেশে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আবুল হোসেন, দি ব্রিটিশ মুসলিম স্কুলের আলিম ১ম বর্ষের ছাত্র নাবিল সালাম, নাশিদ পরিবেশন করেন কারী আবুল খয়ের , হাফিজ হারুনুর রশিদ,
পরিশেষে বিশেষ মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি হয়।