আরাফাতের ময়দানের খুৎবা ১০০ কোটি মানুষের কাছে পৌঁছানোর উদ্যোগ

Published: 16 June 2024

পোস্ট ডেস্ক :


সৌদি আরবে ও মধ্যপ্রাচ্যে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। এর আগের দিন শনিবার ছিল আরাফাত দিবস। এ দিনটিকে মূল হজ বলে বিবেচনা করা হয়। এদিন হজযাত্রীরা পবিত্র আরাফাতের ময়দানে সমবেত হয়ে সূর্যাস্ত পর্যন্ত ইবাদত বন্দেগিতে অতিবাহিত করেন। দুপুরে মসজিদে নামিরা থেকে দেয়া হয় খুৎবা। বিশ্বজুড়ে তা একশ কোটি শ্রোতার কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা নেয়া হয়। সৌদি প্রেস এজেন্সির এক খবরে এ কথা বলা হয়েছে। মসজিদে নামিরা থেকে ২০টি ভাষায় খুৎবা অনুবাদ প্রচার করা হয়। ২০১৮ সালে ঐতিহাসিক এই উদ্যোগ চালু করেন বাদশা সালমান। এ ছাড়া থেমে থেমে সম্প্রচার করা হয় অন্য ১৭টি ভাষায়।

এর মধ্য দিয়ে পবিত্র স্থান থেকে উদারতার বার্তা ছড়িয়ে দেয়া হয়। অনুবাদ করা বয়ানের মধ্য দিয়ে শান্তি, সহাবস্থান ও ইসলামকে গভীরভাবে অনুধাবনে উৎসাহিত করা হয়। ইসলাম হলো সেই ধর্ম- যা করুণা, সহনশীলতা এবং শান্তিতে বসবাসে উৎসাহিত করে। ২০১৮ সালে অন্য ভাষায় খুৎবা বা বয়ান প্রচারের উদ্যোগ নেয়া হলে তখন মাত্র ৫টি ভাষায় তা প্রচার করা হয়। তারপর থেকে প্রতি বছর এসব ভাষার সংখ্যা অব্যাহতভাবে বেড়েছে। ডিজিটাল প্লাটফর্ম, এফএম রেডিও এবং ইসলামিক টেলিভিশন চ্যানেল সহ বিভিন্ন মাধ্যমে এই খুৎবা প্রচার করা হয়। ২০২০ সালে এর ফলে কমপক্ষে ২০ কোটি মানুষ সরাসরি তাদের নিজেদের ভাষায় খুৎবা শুনেছেন।