লেবার পার্টিকে অভিবাসন নীতিতে সতর্ক থাকার পরামর্শ টনি ব্লেয়ারের

Published: 9 July 2024

পোস্ট ডেস্ক :


স্যার কিয়ের স্টারমারকে অভিবাসন নীতির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা থেকে সাবধান করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। জনগণের অধিকারের বিষয়েও সতর্ক করেছেন স্টারমারের দল লেবার পার্টিকে। টনি ব্লেয়ার বলেছেন, লেবার পার্টিকে জোটবদ্ধ থাকতে হবে এবং জনগণের অভিযোগ মোকাবিলা করে স্টারমারের উচিৎ নাইজেল ফারাজের রিফর্ম ইউকে-এর মতো ডানপন্থি দলগুলোর মোকাবিলা করা। এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান।

এতে বলা হয়, যুক্তরাজ্যের অভিবাসন নীতির ক্ষেত্রে জনগণের অধিকারের বিষয়টি গুরুত্বসহকারে খেয়াল রাখা উচিত বলে মনে করেন দেশটির সাবেক ওই প্রধানমন্ত্রী। এছাড়া অভিবাসন নীতিতে কনজারভেটিভ পার্টির কঠোর পদক্ষেপের ফলে বৃটেনের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে বলে অভিযোগ করেছেন টনি। গত সপ্তাহে বৃটেনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে স্টারমারের দল লেবার পার্টি। দলটির ভূমিধস এই বিজয়ের পর প্রথম সাক্ষাৎকারে লেবার পার্টির সাবেক নেতা টনি ব্লেয়ার স্টারমারকে তার অভিবাসন নীতির ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। এছাড়া ব্রিটিশ এই নেতা মনে করেন বিশ্ব মঞ্চে রাজনৈতিক লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে বৃটেন শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবেন এবং এটা উচিত কাজ বলেও উল্লেখ করেছেন তিনি। কেননা বিশ্বরাজনীতিতে টিকে থাকতে আঞ্চলিক জোটে অংশগ্রহণ এখন অনেক গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার যুক্তরাজ্যের ভবিষ্যৎ করণীয় বিষয়ে একটি সভা আয়োজন করতে যাচ্ছে টনি ব্লেয়ার ইনস্টিটিউট। এই সভায় ব্লেয়ারের যোগ দেয়ার কথা রয়েছে।

সেখানে তিনি বৈশ্বিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে আলোচনা করবেন। প্রতি বছর এই খাতে যুক্তরাজ্যে প্রায় ১২ বিলিয়ন পাউন্ড সঞ্চয়ের সম্ভাবনা রয়েছে। কিন্তু গত সপ্তাহের নির্বাচনে রিফর্ম ইউকে পাঁচটি আসনে জয় পাওয়া নিয়ে শঙ্কিত ব্লেয়ার। দলটি মোট ভোটের প্রায় ১৪ শতাংশ ভোট নিজেদের দখলে রাখতে পেরেছে। এতে করে লেবার পার্টির ওপর রাজনৈতিক চাপ তৈরি হতে পারে বলে মনে করেন ব্লেয়ার। যুক্তরাজ্যে ডানপন্থীদের উত্থানে কিছুটা সতর্ক থাকার পরামর্শ তার।
গার্ডিয়ানকে ব্লেয়ার বলেছেন, প্রগতিশীলদের উত্তরগুলো সম্পর্কে চিন্তা করা উচিত, তবে আমাদের জনগণের অধিকারের বিষয়ে সতর্ক থাকতে হবে। ডানপন্থিরা অভিযোগ উত্থাপন করেনা, তারা অভিযোগগুলোকে কাজে লাগায়। এক্ষেত্রে আপনি যদি তাদের সমর্থন বৃদ্ধি করতে না চান তাহলে আপনাকে সমস্যা মোকাবিলা করতে হবে। মূলত এ বিষয়গুলোকে সামনে রেখেই স্টারমারকে অভিবাসন নীতির ক্ষেত্রে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন ব্লেয়ার।