মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় মিললো তিনটি শর্টগান-গুলি উদ্ধার
বিশেষ সংবাদদাতা :
শেখ হাসিনার সরকারের পতনের দিন গত ৫ আগস্ট রাজধানীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ৩টি শর্টগান, ৯৮ রাউন্ড গুলি ও ১টি পুলিশ বেল্ট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এর সিনিয়র এএসপি শিহাব করিম।
তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি শর্টগান, ৯৮ রাউন্ড কার্তুজ ও ১টি পুলিশ বেল্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র, গুলি ও বেল্ট মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র্যাব নজরদারি অব্যাহত রেখেছে।