ঢামেকে আহত ১০৫, গুলিবিদ্ধ ৮ জন

Published: 16 July 2024

পোস্ট ডেস্ক :


চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা ১০৫ জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া ঢামেকে চিকিৎসা নিতে আসা দুইজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন ৮জন। নিহতরা হলেন, মনির হোসেন (২৫) ও অজ্ঞাত যুবক (২৫)।

মঙ্গলবার ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে এই তথ্য জানা গেছে। রাজধানীর চানখাঁরপুল এলাকায় কোটাবিরোধীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে তিন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুভ, সাফিন ও রাতুল। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের ঢামেক হাসপাতালে নেয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের সড়কে সমবেত হন। এর আগে থেকেই ঢাকা দক্ষিণ যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা চানখাঁরপুল মোড়ে অবস্থান নেন।

বিকেল ৫টার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় শহীদুল্লাহ্ হল থেকে চানখারপুল রোড রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের একপর্যায়ে চানখারপুল ও ঢাকা মেডিকেল কলেজ এলাকা দখলে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরমধ্যে গুলি, ইটপাটকেলের আঘাতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।