জয়পুরহাটে শেখ হাসিনাসহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Published: 18 August 2024

বিশেষ সংবাদদাতা :


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটের কলেজছাত্র নজিবুল সরকার বিশাল (১৮) নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) দুপুরে নিহত নজিবুল সরকার বিশালের বাবা মজিদুল সরকার বাদী হয়ে আদালতে মামলাটি করেন। জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে নথিভুক্ত করতে সদর থানাকে নির্দেশ দেন।

বিষয়টি বাদীপক্ষের আইনজীবী আব্দুল মোমেন ফকির নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জয়পুরহাটের দুইজন সাবেক সংসদ সদস্যসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক জাতীয় সংসদের সাবেক হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সাবেক সংসদ সদস্য শামসুল আলম দুদুসহ ১২৮ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা ছাড়াও জনপ্রতিনিধিরা আছেন।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে অংশ নিতে বিশাল জয়পুরহাট শহরে আসেন। ওই কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে সে নিহত হন। বিশাল পাঁচবিবি উপজেলার নাকরগাছি বিজনেস ম্যানেজম্যান্ট ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনার ১৪ দিন পর বিশালের বাবা মজিদুল সরকার মামলা দায়ের করল।