হাজারীবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিএনজি চালক নিহত

Published: 3 September 2024

বিশেষ সংবাদদাতা :


রাজধানীর হাজারীবাগের সিকদার মেডিকেল এলাকায় যাত্রীবেশী ছিনতাইকারীর ছুরির আঘাতে অজ্ঞাত (১৯) এক সিএনজি চালক নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে সিকদার মেডিকেলের ডেন্টাল বিভাগের সড়ক সংল্গ্ন খালি মাঠে ওই হামলার ঘটনা ঘটে।

নিহত চালকের পরিচয় জানা সম্ভব হয়নি। তার বয়স বিশের কোঠায়।

উদ্ধারকারী সুমন বলেন, আমি হঠাৎ চিৎকার শুনতে পাই। দূর থেকে দেখতে পাই, এক যুবককে কয়েকজন মিলে মাঠে শুইয়ে ছুরি মারছে। এটা দেখে আমি চিৎকার শুরু করি, মানুষজন বের হতে শুরু করে, এরইমধ্যে ছিনতাইকারীরা তার কাছ থেকে যা পেয়েছে তাই নিয়ে রিকশা ফেলে দ্রুত পালিয়ে যায়। হয়তো তারা তার রিকশাটিও নিয়ে যেতে চেয়েছিল। পরে আমরা কয়েকজন লোক এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করি।

গুরুতর আহত অবস্থায় ওই চালককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী সুমন বলেন, আহত অবস্থায় ওই চালক জানিয়েছিল, সে মিরপুর এলাকা থেকে যাত্রী নিয়ে এখানে এসেছিল। তার উপর হামলা করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।