ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে বেশ কয়েকজন অভিবাসীর মৃত্যু
পোস্ট ডেস্ক :
বৃটেন যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে এক শিশুসহ বেশ কয়েকজন অভিবাসীর মৃত্যু হয়েছে। শনিবার ফরাসি কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, ৯০ জনের বেশি অভিবাসী নিয়ে ইংলিশ চ্যানেলে ডুবে যায় নৌকাটি। উদ্ধারকারীদের ধারণা চলতি পথে ওই নৌযানটির ইঞ্জিন বিকল হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। শিশুটি নৌকায় আরোহীরদের পায়ে পিষ্ট হয়ে নিহত হয়েছে বলে প্রাপ্ত তথ্যের বরাতে জানিয়েছে এএফপি।
নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোর রয়েছে। মাত্র ১৪ জন অভিবাসীকে উদ্ধার করা গেছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। উদ্ধার হওয়া অভিবাসীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য যাত্রীদের উদ্ধারে খোঁজ চলছে বলেও জানানো হয়েছে।
ক্যালাইস উপকূলে একই দিনে আরেকটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। নৌকাটির ইঞ্জিন বিকল হওয়ার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সমুদ্রের প্রবল স্রোতে যানটি পানিতে তলিয়ে যায়। কিছু অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাস-ডি-ক্যালাইস প্রিফেক্ট জ্যাক বিলান্ট বলেছেন, দুই পুরুষ এবং এক মহিলাকে নৌকার নীচ থেকে অবচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে, যাদের বয়স ৩০ এর কাছাকাছি বলে অনুমান করা হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বৃটেন উভয় ট্রাজেডির জন্য শোক প্রকাশ করেছে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিতেইলিউ এক্সের এক বাতায় বলেছেন, নৌকায় পদদলিত হয়ে এক শিশু মারা গেছে, এছাড়া ওই ট্রাজেডিতে আরও যারা মারা গেছে তাদের জন্য আমরা শোকাহত।