বিয়ানীবাজার পৌরসভার সাবেক প্রশাসক মোঃ তফজ্জুল হোসেন আর নেই
বিয়ানীবাজার পৌরসভার সাবেক প্রশাসক মোঃ তফজ্জুল হোসেন আর নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ৮ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ২.৩০ মিনিটে সিলেটের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী তিন ছেলে এক মেয়ে আত্মীয়স্বজনসহ অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন।
মরহুম তফজ্জুল হোসেন মুক্তিযুদ্ধে শাদাতবরণকারী উপজেলার পৌর এলাকার নয়াগ্রামের তাহির আলীর তৃতীয় সন্তান ছিলেন। তিনি ১৯৯৮ সনে প্রথমে বিয়ানীবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে এ ইউনিয়ন পৌরসভা ঘোষিত হলে আইনী জটিলতার কারণে দীর্ঘদিন পৌর প্রসাশকের দায়িত্ব পালন করেন।
তার জানাযার নামাজ বৃহস্পতিবার বেলা ২.০০ ঘটিকায় স্হানীয় পিএইচজি হাইস্কুল মাঠে অনুষ্টিত হবে।