শিখ নেতা পান্নুন হত্যাকাণ্ডে অভিযুক্ত গুপ্তের বিরুদ্ধে সমন জারি করলো মার্কিন আদালত
পোস্ট ডেস্ক :
খালিস্তানপন্থী নেতা ও আইনজীবী গুরপতবন্দ সিং পান্নুন হত্যায় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নিখিল গুপ্তর বিরুদ্ধে দেওয়ানী মামলার সমন জারি করেছে যুক্তরাষ্ট্রের আদালত। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি পান্নুন হত্যায় যুক্তরাষ্ট্রে গুপ্তচর নিয়োগের চেষ্টা করেছিলেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, এই সমন জারির মাধ্যমে গুপ্তের বিরুদ্ধে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে আদালত। আদালতের এই সমন জারির পর গুপ্তের বিরুদ্ধে আনিত অভিযোগের জবাব দিতে ২১ দিনের মধ্যে আদালতে হাজির হতে হবে তাকে। পান্নুনের অ্যাটর্নি ম্যাথু বোর্ডেন বলেছেন, আমরা গুপ্তের সময় নির্ধারণ করতে পেরে আনন্দিত। মামলার বিষয়ে মন্তব্য করতে গিয়ে ওই অ্যাটর্নি বলেন, সত্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়া এখন শুধু সময়ের ব্যাপার। অভিযোগপত্র থেকে জানা যায়, পান্নুনকে হত্যার জন্য নিখিল গুপ্তকে নিযুক্ত করেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’। মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের হেফাজতে থাকাকালীন এই অভিযোগের বিষয়টি সামনে আসে। ভারতের রাষ্ট্রীয় মদদে পান্নুনকে হত্যা করা হয়েছে বলে আগেই অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের আদালত। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ভারত সরকার। নিউইয়র্কের আদালতে দেওয়ানী মামলায় গুপ্তসহ ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তৎকালীন ‘র’য়ের প্রধান সামন্ত গোয়েল এবং বিক্রম যাদবকে আসামি করে অভিযোগপত্র গঠন করা হয়েছে। এই মামলার তদন্তে রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। খালিস্তানপন্থীদের অভিযোগ অনুসারে, ভারতের পাঞ্জাব অঞ্চলে শিখ জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নের সমালোচনা করায় শিখ নেতাদের টার্গেট করছে নরেন্দ্র মোদির সরকার। উচ্চপর্যায়ের শিখ নেতাদের হত্যা ভারতের বৃহত্তর চক্রান্তের অংশ হিসেবে উল্লেখ করেছে খালিস্তাপন্থীরা।