ইয়েমেনের হুথিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-বৃটেনের যৌথ হামলা

Published: 5 January 2025

পোস্ট ডেস্ক :


ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও বৃটেন। সা’দা অঞ্চলের উত্তরে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। প্রাথমিকভাবে হামলায় কোনো প্রাণহানীর কথা জানা যায়নি। ইয়েমেনের রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল মাসিরাহকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা মেহের নিউজ।

এতে বলা হয়, উল্লিখিত প্রদেশটিতে পরপর তিনটি যৌথ বিামন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও বৃটেনের বিমান বাহিনী। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা উল্লেখ করা হয়নি। সেখানে অবস্থিত বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্য করে পর পর তিনবার বোমা বর্ষণ করেছে তারা। ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে ইয়েমেনের বন্দর নগরী হোদেইদাহ অঞ্চলে বোমা হামলা চালিয়ে আসছে পশ্চিমা ব্লকের ওই দুই দেশ। হামাস-ইসরাইল সংঘাতের পর তেল আবিবগামী বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দিতে এই হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে তারা।

গাজায় গণহত্যা বন্ধে ক্রমাগত চাপ দিতে ইসরাইলগামী বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করেছিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা। তারা গাজাবাসীর জন্য তাদের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জানিয়েছে। যুক্তরাষ্ট্র এবং বৃটেনের এসব হামলাকে দখলদার ইসরাইলের অন্যায্য কাজকে সমর্থন করে বলে উল্লেখ করেছেন হুথি নেতারা।