২০তম বিবাহবার্ষিকী পালন করলেন ট্রাম্প-মেলানিয়া
পোস্ট ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার বিবাহবার্ষিকী পালিত হলো ধুমধাম সহকারে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই আনন্দঘন দিনটিকে স্মরণ করে ট্রাম্প বিয়ের অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করে লিখেছেন, শুভ ২০তম বিবাহ বার্ষিকী মেলানিয়া!
মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল অ্যাকাউন্ট @POTUS-এ প্রেসিডেন্ট ট্রাম্প আরও লিখেছেন, আমাদের ফার্স্ট লেডি এবং আমার সুন্দরী স্ত্রী মেলানিয়ার সঙ্গে ২০ বছর কাটানোর পূর্তি পালন করছি। মেলানিয়া তুমি এক অসাধারণ স্ত্রী এবং দারুণ মা। শুভ বিবাহবার্ষিকী।
মেলানিয়া সাবেক স্লোভেনিয়ান মডেল। সম্পূর্ণ নাম মেলানিয়া কেনাউস। ডনাল্ড ট্রাম্পের তৃতীয় স্ত্রী তিনি। ১৯৮৮ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে একটি ফ্যাশন উইক পার্টিতে তাদের পরিচয় হয়। সেই সময় ডনাল্ডের সঙ্গে তার দ্বিতীয় পত্নী মার্লা ম্যাপলসের সদ্য বিচ্ছেদ হয়েছে।
মেলানিয়া একবার সাক্ষাৎকারে বলেছিলেন, সে (ট্রাম্প) একটি অন্য মেয়ের সঙ্গে সেখানে এসেছিল। তা সত্ত্বেও আমার ফোন নম্বর চেয়েছিল। আমি ওকে অন্য মেয়ের সঙ্গে দেখে আমার নম্বর দিইনি। আমি বলেছিলাম, তুমি তোমার নম্বর আমাকে দিতে পারো। আমি ফোন করে নেব। মেলানিয়া কয়েকদিন পর নিজেই ট্রাম্পকে ফোন করেন। তখন ম্যাপলের সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে এবং তারা পরস্পরের সঙ্গে দেখা করা শুরু করেন। প্রায় চার বছর মেলামেশার পর ২০০৪ সালে ডনাল্ড মেলানিয়াকে বিয়ের প্রস্তাব দেন। সঙ্গে সঙ্গে মেলানিয়া তা গ্রহণ করেন।
মেলানিয়ার বিয়ের গাউনটি তৈরি করেছিলেন ডন গ্যালিয়ানো। সেই আমলে দাম পড়েছিল ১০০,০০০ মার্কিন ডলার। ফ্লোরিডার পাম সমুদ্র সৈকতে এক বিলাসবহুল রিসোর্টে পালিত হয় বিয়ের অনুষ্ঠান।
গতবছর একটি টিভি সাক্ষাৎকারে মেলানিয়াকে প্রশ্ন করা হয়েছিল, আপনি ডনাল্ড ট্রাম্পের কোন বিষয়টি সব থেকে বেশি পছন্দ করেন। তার জবাবে মেলানিয়া বলেছিলেন, ওর ব্যবহার, ওর কথা বলার রসবোধ, ব্যক্তিত্ব, ওর সহজ-সরল ব্যবহার। ও সকলের থেকে আলাদা। ডনাল্ড সবসময় ভালোর কথা ভাবে, অদম্য উৎসাহে ভরপুর, সহজে বলা যায় অবিশ্বাস্য রকমের এক পুরুষ। আর এই কারণেই আমাদের মধ্যে সম্পর্ক এখনও এত সুন্দর রয়েছে।