ম্যানচেস্টার রুটে ঈদে অন্তত একটি ফ্লাইট চান প্রবাসীরা
পোস্ট ডেস্ক :
সিলেট-ম্যানচেস্টার রুটে ‘ব্ল্যাক আউট’ হওয়া টিকেটিং সিস্টেম চালু করেছে বিমান কর্তৃপক্ষ। ১৩ই জুলাই থেকে টিকিট বুকিং দিতে পারছেন নর্থ ইংল্যান্ডের প্রবাসীরা। এতে খুশি ম্যানচেস্টার প্রবাসীরা। বলতে গেলে তাদের মধ্যে আনন্দের বন্যা বইছে। তবে পবিত্র ঈদুল আজহার মৌসুমে এ রুটে অন্তত একটি ফ্লাইট চালু রাখার দাবি জানিয়েছেন ইউকে এনআরবি সোসাইটির নেতারা। তারা জানিয়েছেন- ঈদুল আজহায় কোরবানি দিতে অনেক সিনিয়র সিটিজেন প্রবাসীরা দেশে আসেন। ওই সময়ের ফ্লাইট পুরোপুরি বাতিল থাকলে তারা না আসার সিদ্ধান্ত নিতে পারেন। পরবর্তীতে ফ্লাইট চালু হওয়ার পর সিলেট থেকে ফেরার পথে যাত্রী সংকট দেখা দিতে পারে। এজন্য সার্বিক দিক বিবেচনায় রেখে অন্তত একটি ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন তারা। ইউকে এনআরবি সোসাইটির পরিচালক ও প্রবাস বাংলা টিভির সিও এম আহমদ জুনেদ দীর্ঘ এক মাস সিলেটে অবস্থান করে মাঠের আন্দোলন ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছিলেন।
সুখবর পাওয়ার পর বৃহস্পতিবারের সকালের ফ্লাইটে তিনি ম্যানচেস্টার চলে গেছেন। যাওয়ার আগে মানবজমিনকে জানিয়েছেন- টিকিটিং সিস্টেম চালু করায় আমরা খুশি। বিমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমরা আশাবাদী ভবিষ্যতে এ রুটে বিমান লোকসানের মধ্যে পড়বে না। এজন্য প্রবাসীরাও তাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন। জুনেদ জানান- ঈদুল আজহার মৌসুমে হজের ফ্লাইটের কারণে ম্যানচেস্টার ফ্লাইট বাতিল করায় তাদের মধ্যে তেমন আপত্তি নেই। তবে একটি ফ্লাইট চালু রাখতে সিনিয়র সিটিজেনরা ঈদ মৌসুমে দেশে এসে কোরবানি দিতে পারবেন। এজন্য তিনি বিমান কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
এদিকে- ফের টিকিটিং সিস্টেম চালু করার পর বিমান কর্তৃপক্ষ সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট নিয়ে ব্যাখ্যা দিয়েছে। সেখানে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে- শুধুমাত্র হজযাত্রা নির্বিঘ্ন করতেই সাময়িক সময়ের জন্য হজযাত্রা স্থগিত করা হয়েছে। হজ ফ্লাইট শেষে পুনরায় ওই রুটে ফ্লাইট শুরু হবে। হজ-২০২৫ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এবং এয়ারক্রাফট স্বল্পতার জন্য ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের ও ফিরতি রুটের ফ্লাইট আগামী ১লা মে থেকে ১০ই জুলাই পর্যন্ত সাময়িক স্থগিত রাখা হয়েছে। হজ ফ্লাইট শেষে আগামী ১১ই জুলাই থেকে পূর্বের ন্যায় ঢাকা-সিলেট- ম্যানচেস্টার রুটে সপ্তাহে দুইদিন করে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে। যাত্রীদের সুবিধার্থে আগামী ১১ই জুলাই পরবর্তী এই রুটের টিকিট বিমান সেলস কাউন্টার, বিমান ওয়েবসাইট, মোবাইল অ্যাপসসহ সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য উন্মুক্ত থাকবে। প্রবাসীরা জানিয়েছেন- আগামী ২২শে এপ্রিল পর্যন্ত সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের টিকিট মিলছে। আবার ১৩ই জুলাই থেকে তারা ফ্লাইট শুরু করবে।
এতে দেখা গেছে, প্রায় দেড় মাসের উপরে এ রুটে ফ্লাইট বন্ধ থাকবে। এদিকে- প্রায় দুই মাস আগে সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট বন্ধের আশঙ্কা সম্পর্কে ইউকে এনআরবি সোসাইটির নেতৃবৃন্দ জানিয়েছেন- বিমান হঠাৎ করে টিকিটিং সিস্টেম বাতিল করার কারণে সবার মধ্যে শঙ্কা তৈরি হয়। বিশেষ করে ম্যানচেস্টারে থাকা কয়েক লাখ প্রবাসী দ্বিধাদ্বন্দ্বে পড়েন। প্রথমেই এনআরবি সোসাইটি ইউকের নেতৃবৃন্দ এ নিয়ে ম্যানচেস্টারে থাকা বিমানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করলেও কোনো সুফল পাননি। পরে তারা ম্যানচেস্টারস্থ বাংলাদেশ দূতাবাসেও যোগাযোগ করেন। বিষয়টি নিয়ে রহস্য দেখা দেয়ায় তারা ম্যানচেস্টারের প্রবাসীদের নিয়ে সভা করেন। ওই সভা থেকে সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চালু রাখার আহ্বান জানান। পরে তারা এ ব্যাপারে প্রধান উপদেষ্টাসহ বিমান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করেন। জানুয়ারি প্রথম সপ্তাহে তারা সিলেটে এসে বিমান অফিসের সামনে প্রতিবাদ কর্মসূচি পালনের পর নগরের একটি অভিজাত হোটেলে সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভার পরদিন সিলেটের সাবেক মেয়র ও বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বিমানের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীর সঙ্গে এ নিয়ে টেলিফোনে কথা বলেন। এ সময় সিলেটের সাবেক মেয়রকে বিমান চেয়ারম্যান আশ্বস্ত করে বলেন- সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট বন্ধ হবে না। হজের ফ্লাইটের কারণে ওই রুটের কিছু ফ্লাইট বাতিল হতে পারে। পরবর্তী সময় থেকে নিরবচ্ছিন্নভাবে ফ্লাইট চালু থাকবে। বিমান চেয়ারম্যানের এই আশ্বাসের প্রতিফলন অবশেষে ঘটেছে। এরইমধ্যে ওই রুটে ফ্লাইট শিডিউল ঘোষণা করা হয়েছে। ইউকে এনআরবি সোসাইটির পরিচালক জামাল উদ্দিন জানিয়েছেন- সিলেট-ম্যানচেস্টার রুটটি খুবই গুরুত্বপূর্ণ। এ রুটে কেবল ম্যানচেস্টারের যাত্রীরাই চলাচল করেন না, এ রুটে বার্মিংহাম, ওয়েলস ও স্কটল্যান্ডের প্রায় ৩ লাখ সিলেটি যাত্রী চলাচল করেন। বিমান কর্তৃপক্ষ এ রুটে ফ্লাইট চালু রাখলে কখনোই লোকসানের মুখে পড়বে না। তিনি বিমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন- সিলেটের মানুষ আবেগের কারণে বিমানে যাতায়াত করেন। ভবিষ্যতে যেন এই আবেগ নিয়ে কোনো ষড়যন্ত্র না হয় সে ব্যাপারে বিমান কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।