ভোলায় তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর-অগ্নিসংযোগ
পোস্ট ডেস্ক :
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবন ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার রাত ১টার দিকে ভোলা সদরের গাজীপুর রোডের ‘প্রিয় কুটির’ নামের বাসভবনে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসভবন ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়। এতে দুই থেকে তিনশ মানুষ ভাঙচুরে অংশ নেয়। রাত ৩টা পর্যন্ত বাসার ভেতরে ও বাইরে আগুন জ্বলতে দেখা গেছে।
বিক্ষুব্ধরা জানালার কাচ ভেঙে ফেলেন। কয়েকটি ফ্যান ও আসবাব লুট করে নিয়ে যান তারা। একপর্যায়ে কক্ষের ভেতরে থাকা কিছু আসবাব ভেঙে ঘরের ভেতর আগুন ধরিয়ে দেন। পরে বাড়ির সামনে থাকা একটি পুলিশ বক্স ভেঙে গুঁড়িয়ে দেন।
২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর তোফায়েল আহমেদ এ বাড়িতে থাকেননি বলে জানায় স্থানীয়রা।