সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর, গুলিবিদ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

Published: 7 February 2025

পোস্ট ডেস্ক :


নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের বাড়ি ও কার্যালয়ে হামলা চালিয়ে শান্তা ইসলাম (২২) নামে এক গৃহবধূকে গুলি করা হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। কালের কণ্ঠকে ঘটনার সততা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ।

নিহত শান্তা ওই এলাকার শাকিল খানের স্ত্রী ও সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খান রাসেলের চাচাতো ভাইয়ের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় একাধিক মামলার আসামি সোহেল মিয়া ও তার অনুসারীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে রিয়াজ মোরশেদ খান রাসেলের বাড়ি ও ইউপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওই সময় তাদের ছোঁড়া গুলিতে রিয়াজ মোরশেদের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে দুপুর আড়াইটার দিকে উপজেলা কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইসমাইল আল রাজিব তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।