বগুড়ায় নতুন ভোটার বেড়েছে ১ লাখ, বাদ ৪১ হাজার
পোস্ট ডেস্ক :
বগুড়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে প্রায় এক লাখ ভোটার বেড়েছে। একই সঙ্গে তালিকা থেকে বাদ পড়ছে ৪১ হাজারের বেশি ভোটার। বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২০ জানুয়ারি থেকে জেলার ১২ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি শেষ হয়।
এই সময়ের মধ্যে জেলায় এক হাজার ৯৩ জন তথ্য সংগ্রহকারীর মাধ্যমে ৯৮ হাজার ৭৭৭ জন ভোটার হওয়ার জন্য ফরম পূরণ করেন। একই সময়ে জেলায় ৪১ হাজার ১১৪ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েন। বাদ পড়া ব্যক্তিরা তালিকা হালনাগাদ করার আগেই মারা গেছেন।
জেলা সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, বগুড়া সদর উপজেলায় তালিকা নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ১৪ হাজার ৬৬ জন, আর বাদ পড়েছেন ৬ হাজার ১২৩ জন।
শিবগঞ্জে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৯ হাজার ৯৫৯ জন, আর বাদ পড়েছেন ৩ হাজার ৭৫৩ জন। সারিয়াকান্দি উপজেলায় তালিকা নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৮হাজার ৮৯৯ জন, আর বাদ পড়েছেন ৪ হাজার ১৩৩ জন। সোনাতলায় নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৬ হাজার ৯৪৯ জন, আর বাদ পড়েছেন ২ হাজার ৭৭০ জন। আদমদীঘিতে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৪ হাজার ৯২৬ জন, আর বাদ পড়েছেন ২ হাজার ৭৬৪ জন।
দুপচাঁচিয়া নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৫ হাজার ২৫৮ জন, আর বাদ পড়েছেন ২ হাজার ০৫৭ জন। কাহালুতে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৫ হাজার ৬৭ জন, আর বাদ পড়েছেন ৩ হাজার ৩০৮ জন। নন্দীগ্রামে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৪ হাজার ১৮০ জন, আর বাদ পড়েছেন ২ হাজার ২০৮ জন। শেরপুরে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ১৩ হাজার ৬২৫ জন, আর বাদ পড়েছেন ২ হাজার ৭৫৮ জন। ধুনটে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৮ হাজার ৪৬৬ জন, আর বাদ পড়েছেন ২ হাজার ৯৩০ জন।
গাবতলীতে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৯ হাজার ৩১৯ জন, আর বাদ পড়েছেন ৫ হাজার ৬১০ জন। শাজাহানপুরে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৮ হাজার ৬৩ জন, একই সঙ্গে বাদ পড়েছেন ২ হাজার ৭০০ জন।
জেলা নির্বাচন অফিস সূত্রে আরও জানা গেছে, জেলায় মোট ১ হাজার ১৯৩ জন তথ্য সংগ্রহকারী ২৬৬ জন সুপারভাইজারের আওতায় ভোটার তালিকা হালনাগাদের কাজ করেন।