মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
পোস্ট ডেস্ক :
প্রবাসী ও পর্যটন অধ্যুষিত মৌলভীবাজার জেলার ৪টি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেট বিভাগের দলীয় নেতাদের নিয়ে আয়োজিত অনলাইন সমাবেশে দলীয় নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে মৌলভীবাজার জেলার ৪টি আসনসহ সিলেট বিভাগের ১৯ আসনের প্রার্থী ঘোষণা করেন বলে জামায়াতের নেতাকর্মীরা এই তথ্য নিশ্চিত করেন। গত বৃহস্পতিবার রাত ৯টায় মৌলভীবাজার জেলাসহ সিলেট বিভাগের ১৯টি আসনের দলীয় প্রার্থী ঘোষণার পর থেকে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীদের স্বাগত জানিয়ে প্রচারণা চালাচ্ছেন। মৌলভীবাজার জেলার চারটি আসনের প্রার্থীরা হলেন মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা) জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম। মৌলভীবাজার-২ (কুলাউড়া) মৌলভীবাজার জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী। মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য মো. আব্দুল মান্নান। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) এসিস্ট্যান্ট সেক্রেটারি, সিলেট মহানগর জামায়াত ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এডভোকেট মো. আব্দুর রব।