আয়নাঘর দেখলেন প্রধান উপদেষ্টা

Published: 12 February 2025

পোস্ট ডেস্ক :


আয়নাঘর পরিদর্শনে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে রয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং আয়নাঘরে গুম হওয়া ভুক্তভোগীরা। বুধবার আয়নাঘরে পরিদর্শনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

 

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে বন্দিদের রাখা হতো জয়েন্ট ইন্টারোগেশন সেলে। যা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে। গত ১৯শে জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গুম সংক্রান্ত তদন্ত কমিশন, প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক করেছে। সে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয়। কমিশনের সদস্যদের আহ্বানেই সেসব স্থাপনা পরিদর্শনে গেছেন অন্তর্বর্তী সরকার প্রধান।