‘জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ
পোস্ট ডেস্ক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া পরিবারের সদস্যদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ৩ জন উপদেষ্টাসহ মোট ৩২ সদস্য বিশিষ্ট এ কমিটির চেয়ারম্যান করা হয়েছে শহীদ গোলাম নাফিসের বাবা গোলাম রহমানকে। যাত্রাবাড়ীর আলোচিত শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আউয়ালকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি’ নামে সংগঠনটি আত্মপ্রকাশ করে। জুলাই আন্দোলনে সংগঠিত প্রতিটা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, আসামিদের দ্রুত গ্রেপ্তার করা, শহীদ পরিবারের ন্যায্য অধিকার আদায়সহ বিভিন্ন লক্ষ্যে নিয়ে সংগঠনটি কাজ করবে বলে জানায়।
সংগঠনটির সাধারণ সম্পাদক রবিউল আউয়াল বলেন, জুলাই আন্দোলনের বিগত দিনে প্রতিটি শহীদ যেভাবে অন্যায়-বৈষম্যের বিরুদ্ধে শক্ত হাতে দাঁড়িয়েছিলেন, আগামীতেও এই ধারা অব্যাহত থাকতে হবে। আমরা শহীদ পরিবারের সদস্যরা জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে সরকারকে সব ধরনের সহযোগিতা করে যাব। সরকারের কাছে আমাদের দাবি, সরকার যেন দ্রুত এই বিচার নিশ্চিত করে দেশকে কলঙ্কমুক্ত করে।