ঢাকায় পরিত্যক্ত অবস্থায় ৩০০ রাউন্ড গুলি উদ্ধার
পোস্ট ডেস্ক :
রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চায়নিজ রাইফেলের ৩০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে পল্লবী থানাধীন বাউনিয়া বেড়িবাঁধ রোডের একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে এসব গুলি উদ্ধার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বরের ই-ব্লকের বাউনিয়া বেড়িবাঁধ এলাকায় পরিত্যক্ত অবস্থায় গুলি পড়ে আছে- এমনটি জানানো হয়। ওই সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে ৩০০ রাউন্ড চায়নিজ রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।