ভারতে তুষারধসে নিহত ৪

Published: 2 March 2025

পোস্ট ডেস্ক :

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে তুষারধসে চার জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, শুক্রবার তিব্বতের সীমান্তবর্তী মানা গ্রামে তুষারধসে ওই হতাহতের ঘটনা ঘটেছে। ভারী তুষারধসের পর গ্রামটির একটি রাস্তা শীতল বরফে ভেসে যায়। যাতে বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক চাপা পড়েছেন। অবশ্য ইতিমধ্যেই তাদের উদ্ধারে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে অন্তত অর্ধশত মানুষ বরফের নিচে চাপা পড়েছে। এদের অনেককে উদ্ধার করা গেলেও এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীরা জানিয়েছেন, সেখান থেকে চার জনের মৃতদেহ উদ্ধার করেছেন তারা।

এক কর্মকর্তা জানিয়েন, তাদের হিসাব মতে এখনও পাঁচ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে হিমালয়ের পাদদেশের ওই গ্রামটিতে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, সীমান্তে তুষারধসে চাপা পড়েছে সড়ক বিভাগের একটি দল। তাদের উদ্ধারে সংশ্লিষ্ট টিম নিরন্তর তৎপরতায় নিয়োজিত রয়েছে। এই সঙ্কটকালে ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে সরকার। অঞ্চলটিতে এখনও ভারী তুষারপাত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এরমধ্যেই উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। তাদের প্রচার করা একটি ছবিতে দেখা যাচ্ছে, ভারী তুষারপাতের মধ্যে উদ্ধারকারীরা স্টেচারে করে মৃতদেহ বহন করে নিয়ে যাচ্ছে।