ইউক্রেনকে সহায়তা করতে চার দফা পরিকল্পনা ঘোষণা করলেন স্টারমার

Published: 3 March 2025

পোস্ট ডেস্ক :


রুশ আগ্রসন থেকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ওই যুদ্ধ শেষ করতে চার দফা পরিকল্পনার কথা উল্লেখ করেছেন বৃটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ের চেষ্টা করার কথা জানিয়েছেন তিনি। বলেছেন, বৃটেন, ফ্রান্স এবং এই স্বেচ্ছায় এই জোটের অন্যান্য দেশগুলো ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন আদায়ের চেষ্টা করবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, ইউক্রেন নিয়ে বৃটেনের রাজধানী লন্ডনে যে সম্মেলন হয়েছে সেখানে এসব কথা বলেছেন স্টারমার। তার সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরাও উপস্থিত ছিলেন। ওই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেন জোরালো সমর্থন অনুভব করছে। লন্ডনে যে সম্মেলনটি হলো তা ইউরোপীয় নেতাদের শীর্ষ নেতাদের ঐক্যের প্রতীক হয়ে ফুটে উঠেছে। দীর্ঘদিন ধরেই এমনটি দেখা যায় না।

শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির উত্তপ্ত বাক্যবিনিময়ের পর লন্ডনে ইউরোপিয়ান নেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো। সেখানে ইউরোপের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। বলেছেন, শান্তি চুক্তি এবং নিরাপত্তার গ্যারিন্টি পেতে আমেরিকার সমর্থন আদায়ে আমরা সকলে ইউরোপের সাথে একসঙ্গে কাজ করছি।

ওই সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে স্টারমার বলেছেন, তারা চার দফা পরিকল্পনার বিষয়ে একমত হয়েছেন। সেগুলো হলো- ইউক্রেনে সামরিক সহায়তা জারি রাখা এবং রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করা। যেকোনো স্থায়ী শান্তির জন্য ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যেকোনো শান্তি আলোচনায় ইউক্রেনকে উপস্থিত রাখতে হবে। শান্তি চুক্তির ক্ষেত্রে, ভবিষ্যতে যেকোনো হামলা রোধ করতে ইউক্রেনের প্রতিরক্ষামূলক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। ইউক্রেনে শান্তি চুক্তির নিশ্চয়তার জন্য স্বেচ্ছাসেবী একটি জোট গড়ে তুলতে হবে।

এ সকল দফা বাস্তবায়নে ইতিমধ্যেই ইউক্রেনের জন্য প্রতিরক্ষা সহায়তার জন্য ঋণ ঘোষণা করেছেন স্টারমার। তিনি ২০০ কোটি ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে প্রায় ৫ হাজার আকাশ প্রতিরক্ষা মিসাইল রয়েছে। রাশিয়ার জব্দকৃত সম্পদের লভ্যাংশও ওই ঋণের মধ্যে অন্তর্ভুক্ত। স্টারমার বলেছেন, অতীতের ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা এমন কোনো দুর্বল চুক্তি মেনে নেব না যা রাশিয়া চাইলেই লঙ্ঘন করতে পারে। এর বিপরীতে প্রতিটি চুক্তিই হতে হবে শক্তিশালী।

কোন কোন দেশ নিয়ে স্বেচ্ছা জোট গড়ে তোলা হবে তা স্পষ্ট করেননি বৃটেনের প্রধানমন্ত্রী। তবে তিনি উল্লেখ করেছেন, যারা পরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ তারাই জরুরিভাবে এগিয়ে আসবেন। ইউক্রেনের মাটি এবং আকাশ সুরক্ষায় বৃটেন নিজের অঙ্গীকার পূর্ণ করবে বলে মন্তব্য করেছেন স্টারমার।