গভীর রাতে পল্লবী থানায় ঢুকে ‘কিল-ঘুসি’, ওসিসহ আহত ৩

Published: 11 March 2025

পোস্ট ডেস্ক :


গভীররাতে রাজধানীর পল্লবী থানায় এক যুবকের এলোপাতাড়ি কিল-ঘুসিতে ওসিসহ অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম আব্দুর রাজ্জাক ফাহিম। সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ২২-২৩ বছর বয়সী ওই যুবক আমার রুমে ঢুকে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, খুন হয়েছে-আপনারা কী করছেন বলে জানতে চায়। পরে তাকে বলি, আমরা চেষ্টা করছি-আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে। এরপর ওই তরুণ বলেন-আপনারা কিছুই করছেন না; খুন হয়েছে জানেন না। কোথায় খুন হয়েছে, আমি জানি না বলে তার কথার জবাব দেয়ার পর তরুণটি বলেন-আপনার ডিউটি অফিসার জানে, আর আপনি জানেন না বলে আরো উত্তেজিত হয়ে ওঠে । এ ব্যাপারে ডিউটি অফিসারকে জিজ্ঞাসা করা হলে সেও জানে না বলে জানায়। তখন ডিউটি অফিসারের কক্ষে সেবা নিতে আসা দুই ব্যক্তিকে দেখিয়ে ওই তরুণ বলেন-তারা খুনের কথা জানেন। ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলে তারাও বিষয়টি জানেন না বলেন। পরে আমি তরুণটির হাত ধরে বলি, এ ধরনের কথা বলছেন কেন? এরপরই তরুণটি এলোপাতাড়ি ঘুসি মারে আমাকে। তাকে ঠেকাতে কয়েকজন পুলিশ কর্মকর্তা এগিয়ে এলে তাদেরকেও মারধর করেন ওই তরুণ। এতে এক কর্মকর্তার আঙুল ভেঙে যায় এবং একজনের মুখ ফুলে ওঠে।

এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় জানিয়ে পরিদর্শক নজরুল বলেন, ‘আটকের পর জানান, তারা কয়েকজন গাজীপুর থেকে একটি মাইক্রোবাস দিয়ে এই থানা এলাকায় ঘুরতে এসেছেন। মাইক্রোবাসসহ তিনজন থানার বাইরে আছে। পরে পুলিশ থানার বাইরে গিয়ে মাইক্রোবাসে থাকা তিনজনকে থানার ভেতরে আনা হয় এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়।’