২শ’ বছরের পুরনো গজুকাটা মসজিদটি নির্মাণের জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে-লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম
স্টাফ রিপোর্টার :’
বিজিবি ৫২ ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম গজুকাটা গ্রামবাসীকে আস্বস্থ্য করে বলেছেন, তাদের ২শ’ বছরের পুরনো মসজিদটি নির্মাণের জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের কাছ থেকে দাবী আদায়ে উচ্চ পর্যায়ে এ নিয়ে বৈঠক হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শীঘ্রই ভারত সরকারের কাছ থেকে আশানুরুপ ফলাফল মিলবে।
তিনি বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল ৫টায় উপজেলার সীমান্তবর্তী দুবাগ ইউনিয়নের গজুকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বিয়ানীবাজার বিজিবি ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ।
সিলেটের বিয়ানীবাজারে ‘সীমান্তে হত্যা বন্ধ ও সীমান্ত সুরক্ষায় বিজিবি’র ভূমিকা, জনসচেতনতা, জননিরাপত্তা ও আস্থা’ শীর্ষক মতবিনিময় সভায়, মাদক ও চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং যেকোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতিতে ধৈর্য্যধারণ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতি সুয়াইবুর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাজু, চ্যানেল এস’র ক্যামেরাপার্সন অরুণ কুমার দাস প্রমুখ।
সভায় গজুকাটা বিওপি ক্যাম্পের আওতাধীন স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন অংশ নেন। সভা শেষে স্থানীদের ম্যধ্যে বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়ন ইফতার বিতরণ করে।