বিতর্কিত ওয়াক্ফ আইনের বিরুদ্ধে সব মামলা একসঙ্গে শুনবেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

Published: 11 April 2025

পোস্ট ডেস্ক :

বিতর্কিত ওয়াক্ফ আইনের বিরুদ্ধে সব মামলা একসঙ্গে শুনবেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। বেঞ্চের অন্যরা হলেন, বিচারপতি পিভি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথন। আগামী ১৬ এপ্রিল ওয়াক্ফ আইন চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একগুচ্ছ মামলার শুনানি শুরু হচ্ছে। ওই আইন চ্যালেঞ্জ করে অন্তত ১৫টি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। ভারতের কেন্দ্রীয় সরকারও সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে আবেদন জানানো হয়েছে। বলা হয়েছে, সরকারের অভিমত না শুনে সর্বোচ্চ আদালত যেন কোনো কিছু নির্দেশ না দেন।

ওয়াক্ফ আইনের সাংবিধানিক বৈধতার প্রশ্ন তুলে মামলা করেছে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড, জামায়াতে উলেমা–ই–হিন্দ ও অ্যাসোসিয়েশন ফর দ্য প্রটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর)।

পাশাপাশি এআইএমআইএমের আসাউদ্দিন ওয়েইসি, কংগ্রেস নেতা মহম্মদ জাভেদ ও ইমরান প্রতাপগড়ি, আরজেডি নেতা মনোজ ঝা ও ফয়াজ আহমেদ, ডিএমকে নেতা এ রাজা, মণিপুরের শাসক জোট এনডিএর শরিক এনপিপির নেতা শেখ নুরুল হাসানও পৃথক মামলা করেছেন।পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রও আলাদাভাবে মামলা রুজু করেছেন। মামলা করেছে কেরালার জামায়াতুল উলেমা, জম্মু–কাশ্মীরের শাসক দল ন্যাশনাল কনফারেন্স ও বিরোধী দল পিডিপিও।

এদিকে, দেশজুড়ে প্রায় প্রতিদিনই বিভিন্ন রাজ্যে ওয়াক্ফ আইনের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি রাজনৈতিক দলগুলোও বিক্ষোভ দেখাচ্ছে। কোথাও কোথাও বিক্ষোভ হিংসাত্মক হয়ে উঠছে। জামায়াতে উলেমা–ই–হিন্দের পশ্চিমবঙ্গ শাখা সিদ্ধান্ত নিয়েছে, এই আইন বাতিলের দাবিতে এক কোটি মুসলমান জনতার সই–সংবলিত এক স্মারকলিপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠাবে।