পুরনোদের হাতেই বড়লেখা উপজেলা বিএনপির নেতৃত্ব

Published: 16 August 2025

সিলেট অফিস :


মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বড়লেখা পৌর এলাকার পানিধার আব্দুর রহমান কনভেনশন হলে সম্মেলনের আয়োজন করা হয়।

এতে কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হলেও কোনো পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত পুরনো নেতৃত্বের ওপরই আস্থা রেখেছেন নেতাকর্মীরা।

এর আগে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আব্দুল হাফিজ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ নির্বাচিত হন।
শনিবার রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ। ফলাফল অনুযায়ী, সিনিয়র সহসভাপতি পদে নছিব আলী ৪৩১ ভোটে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম শরীফুল ইসলাম বাবলু পেয়েছেন ২৫৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান খসরু ৩৫০ ভোটে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদির পলাশ পেয়েছেন ৩৩৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক আব্দুস সহিদ খান ৫৩৮ ভোটে নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী জালাল আহমদ তালাল পেয়েছেন ১৪৪ ভোট।
নির্বাচনে ৭১৫ ভোটারের মধ্যে ৭০০ জন ভোট দেন।