বড়লেখায় ছাত্রলীগ নেতার বাবা ও চাচাকে কুপিয়ে হত্যা

Published: 27 December 2025

পোস্ট ডেস্ক :


মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্বশক্রতার জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের বিওসি কেছরীগুল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন জামাল উদ্দিন (৫০) ও আব্দুল কাইয়ুম (৪৫)। আর আহত ব্যক্তির নাম জমির আলী (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার বিওসি কেছরীগুল গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা কবির আলীর বাবা জামাল আলী ও তার আপন চাচা আব্দুল কাইয়ুমকে রাজনৈতিক কারণে এবং পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুর রব বলেন, কে বা কারা তাদের হত্যা করছে তার কিছুই বোঝা যাচ্ছে না।

তবে রাজনৈতিক কারণ বা পূর্বশত্রুতার জেরে হয়তো হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে আছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদরে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে কার্যক্রম চলমান রয়েছে।