ইরানে বিক্ষোভে ২০০০ মানুষ নিহত
পোস্ট ডেস্ক :

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির এক সরকারি কর্মকর্তা। মঙ্গলবার রয়টার্সকে দেয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য উভয়ই রয়েছেন। ইরানে সংবাদমাধ্যম ও ইন্টারনেটের ওপর কড়াকড়ি থাকায় স্বাধীনভাবে এই তথ্য যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া এ বিষয়ে এখনও দেশটির সরকারের তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ওই কর্মকর্তা দাবি করেন, যাদের তিনি সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছেন, তারাই বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর জন্য দায়ী। তবে নিহতদের বিস্তারিত পরিচয় বা বিভাজন তিনি জানাননি।
দুই সপ্তাহ ধরে চলা দেশব্যাপী অস্থিরতা মূলত ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে শুরু হয়। গত তিন বছরের মধ্যে এটি ইরানের শাসকদের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে গত বছর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর আন্তর্জাতিক চাপও তীব্র হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান অতীতেও বড় আকারের বিক্ষোভ সামাল দিয়েছে। তবে এবার অর্থনৈতিক সংকটের গভীরতার কারণে পরিস্থিতি সরকারের জন্য বিশেষভাবে স্পর্শকাতর।
আন্তর্জাতিক অঙ্গনে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্সের মন্তব্য। তিনি মঙ্গলবার বলেন, তার বিশ্বাস ইরানি সরকার পতনের দ্বারপ্রান্তে। আমার ধারণা, আমরা এই শাসনব্যবস্থার শেষ দিন ও সপ্তাহ প্রত্যক্ষ করছি। তিনি যোগ করেন, যদি সহিংসতার মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখতে হয়, তবে সেটিই প্রমাণ করে যে শাসন কার্যত শেষের পথে। তবে এই মূল্যায়ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মেৎর্সের বক্তব্য প্রত্যাখ্যান করে জার্মানির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলেন এবং বলেন, বার্লিন নিজের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।




