গাজা ‘বোর্ড অব পিস’-এ থাকছেন যারা

Published: 18 January 2026

পোস্ট ডেস্ক :


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ-পরবর্তী গাজায় শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির লক্ষ্যে গঠিত তথাকথিত ‘বোর্ড অব পিস’ এবং সংশ্লিষ্ট কাঠামোতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগ করেছে।

হোয়াইট হাউজ জানায়, ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ বন্ধে ট্রাম্প একটি ২০ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন। এই বোর্ড সাময়িকভাবে গাজার শাসনব্যবস্থার তত্ত্বাবধান করবে এবং যুদ্ধ–পরবর্তী পুনর্গঠন কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেবে।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, বোর্ডের প্রতিটি সদস্যের ওপর গাজাকে স্থিতিশীল করা এবং দীর্ঘমেয়াদে সফলভাবে পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে।

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প নিজেই বোর্ড গঠনের ঘোষণা দেন এবং একে ‘যেকোনো সময় ও যেকোনো স্থানের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ বোর্ড’ বলে উল্লেখ করেন।
হোয়াইট হাউস জানিয়েছে, একটি প্রধান বোর্ড থাকবে, যার সভাপতি হবেন ট্রাম্প নিজে। একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের কমিটি থাকবে, যারা যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটি শাসন করবে এবং একটি দ্বিতীয় ‘এক্সিকিউটিভ বোর্ড’ থাকবে, যার ভূমিকা মূলত পরামর্শমূলক বলে মনে হচ্ছে।

এ পর্যন্ত বিভিন্ন কাঠামোয় যাদের নাম যুক্ত হয়েছে, তাদের তালিকা নিচে দেওয়া হলো :

হোয়াইট হাউস যাদের নিশ্চিত করেছে-

বোর্ড অব পিস

হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী, এই বোর্ড অব পিস ‘শাসন সক্ষমতা উন্নয়ন, আঞ্চলিক সম্পর্ক, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ পরিসরের অর্থায়ন এবং পুঁজি সংস্থাপন’–সংক্রান্ত বিষয়গুলোতে নজর দেবে।