বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া চালাবে ভারত-রাশিয়া
পোস্ট ডেস্ক :

বঙ্গোপসাগরে ভারতীয় অংশে যৌথ সামরিক মহড়ার অংশ নেয়ার কথা জানিয়েছে ভারত ও রাশিয়া। আগামী ফেব্রুয়ারিতেই এই মহড়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস। এই মহড়ায় অংশ নেবে রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের ফ্রিগেট যুদ্ধজাহাজ ‘মার্শাল শাপোশনিকভ’।
রাশিয়ার তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ওমানের মাস্কাট বন্দর ত্যাগের পর সংশ্লিষ্ট যুদ্ধজাহাজটি তার নির্ধারিত মিশন সম্পন্ন করে উত্তর ভারত মহাসাগরের বঙ্গোপসাগরে আয়োজিত রুশ-ভারত ‘মিলান ২০২৬’ নৌ মহড়ায় অংশ নেবে।
মহড়ার অংশ হিসেবে আগামী ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত জাহাজটি ভারতের অন্ধ্রপ্রদেশের গুরুত্বপূর্ণ নৌবন্দর বিশাখাপত্তনমে একটি সৌজন্য সফর করবে বলেও জানানো হয়েছে।
এর আগে ২০২৫ সালের অক্টোবর মাসে ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ অ্যাডমিরাল সঞ্জয় ভাটসায়ন ঘোষণা করেছিলেন, ফেব্রুয়ারিতে ভারতীয় নৌবাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ এবং বহুজাতিক নৌ মহড়া ‘মিলান’। এই কর্মসূচিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের ৫০টিরও বেশি দেশ অংশ নেবে।
উল্লেখ্য, আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বিশাখাপত্তনমে আন্তর্জাতিক ফ্লিট রিভিউ অনুষ্ঠিত হওয়ার কথা। একইসঙ্গে ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন নেভাল কমান্ডের তত্ত্বাবধানে দুই বছর অন্তর আয়োজিত বহুজাতিক নৌ মহড়া ‘মিলান’-ও অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক সামুদ্রিক সহযোগিতা ও কৌশলগত সমন্বয় জোরদার করাই এই মহড়ার মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে।




