সংক্রমণের ৬১ দিন পরও করোনার উপস্থিতি! বিস্মিত চিকিৎসকরা

Published: 6 October 2020

পোস্ট ডেস্ক : চিকিৎসকরা বিস্মিত! কোনো ব্যাখ্যা দিতে পারছেন না তারা। যুক্তরাজ্যে একজন নারীর দেহে করোনা সংক্রমণের ৬১ দিন পরেও পরীক্ষায় আবার করোনা পজেটিভ ধরা পড়েছে। সাধারণত, করোনায় আক্রান্ত সঙ্কটজনক রোগীদের শরীরে ২০ দিন পর্যন্ত এই ভাইরাস টিকে থাকে। কিন্তু অতিশয় বৃদ্ধ, ৭৮ বছর বয়সী ওই নারীর শরীরে ৬১ দিন পরেও করোনার উপস্থিতি দেখে অবাক চিকিৎসকরা। করোনা শনাক্তের পর তা দীর্ঘ সময় রোগীর দেহে উপস্থিত থাকার এটা হলো সবচেয়ে দীর্ঘ সময়ের রেকর্ড।

 

 

 

 

 

 

 

এ খবর দিয়েছে অনলাইন নিউজউইক। এতে বলা হয়েছে, এ ঘটনার পর কতদিন করোনা মানুষের শরীরে সংক্রামক রূপ নিয়ে অবস্থান করতে পারে এবং যারা এভাবে দীর্ঘ সময় সংক্রমিত থাকেন, তাদের ওপর এর প্রভাব কি পড়ে- তা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। গবেষণায় দেখা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শরীরে এর স্থায়িত্বের সময় ভিন্ন হয়।

তবে তা নির্ভর করে তাদের অসুস্থতার ভয়াবহতার ওপর। এ সময়ে শরীরের ভিতরে বিস্তার ঘটতে পারে এই ভাইরাসের এবং পরিবেশে তার বিস্তার ঘটে। এক্ষেত্রে যাদের অবস্থা শোচনীয়, বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের শরীরে দীর্ঘ সময় স্থায়ী হতে পারে এই ভাইরাস। কিন্তু এপ্রিলে বিজ্ঞানীরা ঘোষণা করেছেন এমন একটি ঘটনা যেখানে করোনায় আক্রান্ত ওই নারীর শরীরে ৬১ দিন পরও এই ভাইরাস আবার পাওয়া গেছে। বিজ্ঞানীরা ওই নারীর গলা থেকে নমুনা নিয়ে তা পরীক্ষা করে পজেটিভ পেয়েছেন। এ নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে বিএমজে’তে। এতে ওই নারীর বয়স ৭৮ বছর বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, তাকে শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে ট্রাকিওস্টোমির পর তাকে ছেড়ে দেয়া হয়েছিল। তাকে প্রথমে হাসপাতালে ভর্তি করানোর পর পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া যায়। কিন্তু ৬১ দিন পরেও তার শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে। হাসপাতালে ভর্তি করা অবস্থায় তাকে এন্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হয়। তবে কোনো পরীক্ষামুলক ওষুধ বা পরীক্ষাধীন কোনো থেরাপি ব্যবহার করা হয় নি। তাকে পিপিই পরে চিকিৎসা দিয়েছেন চিকিৎসকরা। এ ছাড়া ওই নারীকে রাখা হয়েছিল সারাক্ষণ আইসোলেট করে। এ নিয়ে বিজ্ঞানীদের ওই টিম লিখেছে, একজন অনাক্রম্য রোগীর ক্ষেত্রে এটাই হলো সবচেয়ে দীর্ঘ সময় এই ভাইরাস টিকে থাকার ঘটনা। তারা আরো বলেছেন, সঙ্কটজনক অবস্থায় যেসব করোনা আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয় তার মধ্যে শতকরা প্রায় ১৭ ভাগের ক্ষেত্রে ২০ দিন পর্যন্ত এই ভাইরাস টিকে থাকে। তারা ওই নারীর বিষয়ে আরো লিখেছেন, তার ভিতর কিভাবে এত দীর্ঘ সময় করোনা টিকে আছে, এ বিষয়ে আমরা কোনো সুস্পষ্ট কারণ খুঁজে পাইনি।