বাহুবলে সেনাবাহিনীর গাড়ির সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ,আহত-২৫
বাহুবল সংবাদদাতা : ঢাকা সিলেট মহাসড়কের বাহুবলে সেনাবাহিনী ও বিরতিহীন বাসের মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য সহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বাহুবল উপজেলা সদরের কাছে জাঙ্গালিয়া বাগান বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা যায়, সিলেট থেকে হবিগঞ্জগামী ( ঢাকামেট্রো-১১-০৩৬৮) বিরতিহীন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঘটনার সময় উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক হতে আসা সেনাবাহিনীর ট্রাক গাড়ীর (পি আর ডি-৪৫০০কেজির) মুখোমুখি সংঘর্ষ ঘটে। ফলে দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি পাশের খাদে পড়ে উল্টে যায় এবং সেনাবাহিনীর ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়।
এতে সেনা সদস্য রাসেল (৩৬), সেনাবাহিনী গাড়ীর চালক হিরা মিয়া (৩৭), বাস যাত্রী মোস্তফা মিয়া(৪০), আজিজ (৪২), শাহিন মিয়া (২০), আলেয়া (৪৩) সহ অন্তত ২৫ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও অন্যান্যদের বাহুবল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।