কুলাউড়ায় রেলওয়ের জায়গা থেকে দেড়শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Published: 8 November 2020

কুলাউড়া সংবাদদাতা : মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। রবিবার দিনব্যাপি এ অভিযানে প্রায় দেড়শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

আরো অনেক অবৈধ স্থাপনা রয়েছে, যেগুলো উচ্ছেদ করা হয়নি বলে জানা গেছে।

রেলওয়ের ঢাকা জোনের ভূসম্পত্তি কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে অভিযানকালে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, রেলওয়ের বানিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মহসি, রেলওয়ের ফিল্ড কানুনগো ইকবাল মাহমুদ ও আমিন মমরাজুল ইসলাম, কুলাউড়া থানা পুলিশ, রেলওয়ে জিআরপি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

অভিযান শেষে রেলওয়ের ঢাকা জোনের ভূসম্পত্তি কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এতে দেড়শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রেলওয়ের হিসাব মত ২৫০ থেকে ৩০০ অবৈধ স্থাপনা রয়েছে। ফলে উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।