‘এক টুকরো’ কাপড় শরীরে রেখে ভাইরাল জ্যাকলিন
পোস্ট ডেস্ক : নতুন ছবি ‘ভূত পুলিশ’ এর শুটিংয়ের জন্য বর্তমানে হিমাচল প্রদেশে রয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। সাইফ আলি খান, ইয়ামি গৌতম এবং অর্জুন কাপুরের সঙ্গে ধর্মশালায় রয়েছেন তিনি। শুটিংয়ের মাঝে এবার নতুন ছবি শেয়ার করলেন জ্যাকলিন।
ছবিতে তার শরীরে শুধু এক টুকরো কালো কাপড় জড়ানো ছিল। শ্রীলঙ্কান সুন্দরীর নতুন ছবি দেখে তার ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। পাশাপাশি ঊর্বশী রাউতেলা-সহ বলিউডের বিভিন্ন সেলেবরাও জ্যাকলিনের ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দেন। লকডাউনের শুরুতে সালমান খানের সঙ্গে তার পানভেলের বাগান বাড়িতে হাজির হন অভিনেত্রী। সালমান খানের বাগান বাড়িতে গিয়ে সেখান মিউজিক ভিডিওর শুট করেন জ্যাকলিন।
লকডাউন যখন প্রাথমিক পর্যায়ে উঠতে শুরু করে, সেই সময় মুম্বাইতে ফিরে আসেন তিনি। এক বন্ধুকে সঙ্গ দিতেই জ্যাকুলিন পানভেল ছেড়ে মুম্বইতে ফিরে আসেন বলে জানান। মুম্বাইতে ফেরার কয়েকদিন পর থেকেই ‘ভূত পুলিশ’ এর শুটিংয়ের জন্য নিজেকে তৈরি করতে শুরু করেন বলিউডের এই অভিনেত্রী।