জুড়ীতে রোকেয়া দিবস পালিত

Published: 9 December 2020

জুড়ী প্রতিনিধি :  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২০ উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় জুড়ী উপজেলার জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।


উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ২টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম-এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা সুজা-উদ-দৌলা-এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রনজিতা শর্মা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুল ইসলাম কাজল, সাংবাদিক মঞ্জুরে আলম লালসহ জয়িতারা বক্তব্য রাখেন। জুড়ী উপজেলায় চারজন শ্রেষ্ঠ জয়িতার মধ্যে সফল জননী আলহাজ্ব রোকেয়া বেগম, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী মোছা: ফাতেমা বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সুজয়শ্রী রানী দাস ও সমাজ উন্নয়নের ক্ষেত্রে পারিজাত চন্দ্রাননা অর্চিকে ক্রেস্ট, সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়।