সুুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে-পুলিশ সুপার
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন মৌলভীবাজার পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পিপিএম (বার)।
বৃহস্পতিবার দুপুরে তিনি পৌরশহরের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়লেখা মোহাম্মাদীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, আগামী ২৮ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশি পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। পৌরবাসীকে ভাল একটি ভোট উপহার দিতে পুলিশ কাজ করছে।
ভোট কেন্দ্র পরিদর্শনকালে তাঁর সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।