বড়লেখা পৌরসভা
পুনঃনির্বাচিত হওয়ার ২৪ ঘন্টার মধ্যে শহরকে পোস্টারমুক্ত করলেন মেয়র

Published: 31 December 2020

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী পুনঃনির্বাচিত হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই শহরকে নির্বাচনী পোস্টার মুক্ত করার অভিযান শুরু করেন। প্রথম দিন শুভেচ্ছা বিনিময়ে কাটালেও পরের দিনের মধ্যেই তিনি নির্বাচনী পোস্টার অপসারণ করে পৌরসভা এলাকাকে পরিচ্ছন্ন করেছেন।

জানা গেছে, নির্বাচন উপলক্ষে ভোটের প্রচারে প্রার্থীরা পৌর শহর, পাড়া-মহল্লা, ভোট কেন্দ্রসহ সর্বত্র পোস্টার, ব্যানারে সয়লাব করে দেন। বাসা-বাড়ির দেয়ালগুলোয়ও পোস্টারমুক্ত থাকেনি। ভোট গ্রহণ ও ফলাফলের মধ্য দিয়ে বড়লেখা পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হলেও শহরের আকাশ আড়াল করে ঝুলছিল নির্বাচনী পোস্টার। মেয়রের নির্দেশে বুধবার সকাল থেকে শহরের পানিধার এলাকা থেকে সেই পোস্টারগুলো সরানোর কাজ শুরু করেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। এরপর ধারাবাহিকভাবে শহরের বিভিন্ন ভোট কেন্দ্র, পাড়া-মহল্লা থেকে সকল প্রার্থীর নির্বাচনী ব্যানার, পোস্টার সরিয়ে ফেলা হয়। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত শহরের বেশিরভাগ এলাকা পোস্টার মুক্ত করা হয়েছে।

বুধবার বিকেলে সরেজমিনে পৌর শহরের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাথারিয়া ছোটলিখা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারী শিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি কলেজ, উত্তর চৌমুহনী, মধ্যেবাজার এলাকায় পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের পোস্টার নামানোর কাজ করতে দেখা গেছে।

পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী আবুল ইমাম মো. কামরান চৌধুরী বলেন, ‘শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌরসভার লোকজনকে দিয়ে বুধবার ৭০-৮০ ভাগ এলাকার পোস্টার নামিয়ে ফেলেছেন। কিছু এলাকায় (পাড়া-মহল্লায়) পৌরসভার বড় গাড়ি প্রবেশ করতে পারেনি। এগুলো ছোট গাড়ি দিয়ে বৃহস্পতিবার বিকেলের মধ্যে অপসারণ করেছেন।’

গত সোমবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত বড়লেখা পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুল ইসলাম মুঠোফোন প্রতীক নিয়ে ভোট পান ৩ হাজার ৮৬।