ব্যয় ধরা হয়েছে ৭০ লক্ষ টাকা
এগিয়ে চলছে বিশ্বনাথের দারুল উলুম ফাউন্ডেশন মসজিদের নির্মাণ কাজ

Published: 11 January 2021

বিশ্বনাথ সংবাদদাতা : সিলেটের বিশ্বনাথ উপজেলায় অত্যাধুনিক মসজিদ প্রতিষ্টা করা হচ্ছে। এই মসজিদ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭০ লক্ষ টাকা। এলাকার দানশীল ব্যক্তিদের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অত্যাধুনিক নির্মাণ শৈলির আদলে উপজেলার বরুণী গ্রামের খামার বাড়িতে নির্মাণ করা হচ্ছে ‘দারুল উলূম ফাউন্ডেশন মসজিদ। ’

রোববার (১০ জানুয়ারি) নির্মাণাধীন ওই মসজিদের ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে।

ছাদ ঢালাই উপলক্ষে নির্মানাধীন ওই মসজিদ মাঠ ও স্থানীয় ‘জামিয়া ইসলামিয়া দারুল উলূম বরুণী’ মাদ্রাসায় পৃথক পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৃথক আলোচনা সভা ও দোয়া মহাফিলে সভাপতিত্ব করেন ‘জামিয়া ইসলামিয়া দারুল উলূম বরুণী’ মাদ্রাসার প্রিন্সিপাল ও লন্ডনের মাইল্যান্ড মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজির উদ্দিন।

বক্তব্যে তিনি বলেন, গত ৪ ডিসেম্বর দারুল উলূম ফাউন্ডেশনের (ডিইউএফ) অর্থায়নে ওই মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়। আল্লাহর শুকরিয়া, অল্প সময়ের মধ্যে মসজিদের উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলেছে এবং মসজিদের ছাদ ঢালাই সম্পন্ন করা হয়েছে।‘ডিইউএফ’র মাদ্রাসা, মসজিদ ও বিভিন্ন প্রজেক্টের ভূয়সী প্রসংশা করে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন রায়পুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আজিজুর রহমান, আঞ্জুমানে হিফাজতে ইসলামের মহাসিচব ও বড়লেখা কলেজের অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সেক্রেটারী হাফিজ হুসাইন আহমদ, জামেয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ ও সিলেট উপশহরের মার্কাজুল হিদায়ার প্রিন্সিপাল মাওলানা নুরুজ্জামান সাইদ।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে মাওলানা রশিদ আহমদ, হাজী আইয়ূব আলী, ডা: মনির উদ্দিন, গয়াছ মিয়াসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।