জো বাইডেনের শপথ গ্রহণের মধ্য দিয়ে গণতন্ত্রের জয় হয়েছে -পররাষ্ট্রমন্ত্রী

Published: 21 January 2021

পোস্ট ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণের মধ্য দিয়ে গণতন্ত্রের জয় হয়েছে বলে মনে করে বাংলাদেশ।

বাংলাদেশের কাছে ভারতের করোনার টিকা হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন।
আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে টিকা হস্তান্তর করা হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন। তার শপথ নেওয়ার মধ্যে দিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে। বাইডেন জয়ী হওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানিয়েছেন। আমরাও তাকে অভিনন্দন জানিয়েছি।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ফের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বাইডেন প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে এসেছেন। এটা আমাদের জন্য সুখবর।