নিউজিল্যান্ডের অকল্যান্ডে আবারো লকডাউন

Published: 27 February 2021

পোস্ট ডেস্ক : নিউজিল্যান্ডের সব থেকে বড় শহর অকল্যান্ডে আবারো নতুন করে লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

স্থানীয় পর্যায়ে করোনাভাইরাসের সংক্রমণ সনাক্ত হওয়ার পর এই লকডাউনের ঘোষণা দেয়া হয়। রোববার সকাল থেকে পরবর্তি ৭ দিনের জন্য এই লকডাউন কার্যকর থাকবে। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

এর দুই সপ্তাহ পূর্বেও অকল্যান্ডে তিন দিনের লকডাউন ঘোষণা করা হয়েছিল। সেসময় সেখানকার একটি পরিবারের মধ্যে করোনাভাইরাসের বৃটিশ ভ্যারিয়েন্ট সনাক্ত হয়েছিল। নতুন সংক্রমণের বিষয়টি নিয়ে এখনো ধোয়াসার মধ্যে রয়েছেন নিউজিল্যান্ডের স্বাস্থ্য কর্মকর্তারা। এর জিনোম সিকুয়েন্স বের করার চেষ্টা চলছে এখন। তারা এখন নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন, নতুন এই সংক্রমণ গত ১২ ফেব্রুয়ারি সনাক্ত হওয়াদের সঙ্গে স¤পর্কিত কিনা।
নতুন লকডাউন কার্যকর হলে শহরের বাসিন্দারা শুধু প্রয়োজনীয় কেনাকাটা ও গুরুত্বপূর্ন কাজের জন্য বাসা থেকে বের হতে পারবেন।
এটি লেভেল-৩ লকডাউন। এর অধীনে সব ধরণের জমায়েত নিষিদ্ধ থাকবে।