তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় ৫০ নারী

Published: 5 March 2021

পোস্ট ডেস্ক : শুক্রবার দুপুরে ২০২১-এর বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় জানালেন, এবারের প্রার্থী করার ক্ষেত্রে তারুণ্যকে প্রাধান্য দেয়া হয়েছে।

৫০ জন নারী প্রার্থী আছেন তালিকায়। আছেন একঝাঁক তারকাও। মানবজমিন-এ আগাম যে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল, প্রকাশিত তালিকার সঙ্গে তার ৯০ শতাংশ মিলে যায়। মমতা বন্দোপাধ্যায় নিজে ভবানীপুর আসনটি শোভনদেব চট্টোপাধ্যায়কে ছেড়ে দিয়ে নিজে নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রবীণ বিধায়ক ও মন্ত্রী পূর্ণেন্দু বসু, অমিত মিত্র, মনীশ গুপ্ত, রবীন্দ্রনাথ ঘোষ, ব্রজ মজুমদার, জটু লাহিরীরা টিকিট পাননি। দাঁড়াতে চাননি বারাসাত থেকে চিরঞ্জিত। বাদ পড়েছেন জোড়াসাঁকোয় স্মিতা বক্সি।
দেবাশীষ কুমার প্রার্থী হচ্ছেন রাসবিহারী কেন্দ্রে, অতীন ঘোষ বেলগাছিয়া পূর্বে। সেলিব্রিটিদের মধ্যে সায়ন্তিকা বন্দোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, জুন মালিয়া, রাজ চক্রবর্তী, লাভলী মৈত্র, বিদেশ বসু, মনোজ তেওয়ারি প্রার্থী হলেন। বেহালা পূর্ব আসনে প্রার্থী হলেন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। সায়নী ঘোষ, কৌশানি মুখোপাধ্যায়ও প্রার্থী হয়েছেন। মদন মিত্র প্রার্থী হলেন কামারহাটি কেন্দ্রে। মমতা বন্দোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করে বলেন, প্রবীণদের অনেককেই আনা হবে বিধান পরিষদে। তিনটি আসন এদিন ছাড়া হয় গোর্খা জনমুক্তি মোর্চাকে।