বাংলাদেশের বিপক্ষেও খেলা হচ্ছে না গ্র্যান্ডহোমের

Published: 12 March 2021

পোস্ট ডেস্ক : পায়ের গোঁড়ালির ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি নিউজিল্যান্ডের অল-রাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমের।

এমনকি টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলা হবে না তার। কারণ গতকাল গ্র্যান্ডহোমের পায়ের গোঁড়ালিতে অস্ত্রোপচার হয়েছে। এজন্য ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই অল-রাউন্ডারকে। বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড ক্রিকেটের মেডিকেল ম্যানেজার ডেইল শাকেল।

শাকেল জানান, অস্ত্রোপচারের ছয় সপ্তাহ পর দৌঁড় শুরু করতে পারবেন গ্র্যান্ডহোম। এরপর আরও দুসপ্তাহ পর বোলিং করার জন্য ফিট হবেন তিনি। শাকেল বলেন, ‘এটি গ্র্যান্ডহোমের জন্য চ্যালেঞ্জিং সময় । পুনরায় দৌঁড় শুরু করার জন্য তাকে ছয় সপ্তাহ অপেক্ষা করতে হবে। বোলিংয়ে ফিরতে আরও দুই সপ্তাহ বিশ্রামের প্রয়োজন হবে তার।’

বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে না থাকলেও আগামী জুনে ইংল্যান্ড সফরে দুটি টেস্টসহ ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে গ্র্যান্ডহোমকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ২০২০-২১ মৌসুমের শুরু থেকেই ডান পায়ের গোঁড়ালির ইনজুরিতে ভুগছিলেন গ্র্যান্ডহোম। তাই ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলেছেন তিনি। এমনকি ঘরোয়া আসরে নর্দান ডিস্ট্রিক্টের হয়ে শুধুমাত্র ব্যাটসম্যান ছিলেন এই ডান-হাতি।

গ্র্যান্ডহোমকে নিয়ে চিন্তিত নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিডও। তিনি বলেন, ‘ইনজুরির কারণে সে আন্তর্জাতিক অঙ্গনে গ্রীষ্মের মৌসুমটি মিস করায় আমরা সকলেই উদ্বিগ্ন। বিগত কয়েক বছর ধরে দলের হয়ে তিন ফরম্যাটেই তার অবদান ছিল। সে আমাদের দলের বড় একটি অংশ। বল হাতে তার দক্ষতা, ব্যাটিং শক্তি ও ফিল্ডিংএর জন্য তাকে বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার হিসেবে গড়ে তুলেছে। আশা করছি, মে ও জুনের মধ্যে চিকিৎসা ও পুনর্বাসনের পরে সে আবারও দলে ফিরবে।’