ঢাকার সাভারে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত
পোস্ট ডেস্ক : সাভারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছে।

নিহতের নাম রায়হান মোল্লা (২৮)। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার রোড ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান সাভার পৌর এলাকার কোটবাড়ি মহল্লার রতন মোল্লার ছেলে। সে সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলো। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে মোটরসাইকেলে মহাসড়কের ওই এলাকায় ইউটার্ন নিচ্ছিলেন রায়হান। এ সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় রায়হানকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়ানকে মৃত বলে ঘোষণা করেন।
সাভার হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক (ওসি) সাজ্জাদ করিম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রায়হান এর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও ড্রাইভার হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।