লন্ডনের অ্যাশফোর্ডে গ্যাস বিস্ফোরণ, আহত অন্তত ৭

Published: 4 May 2021

পোস্ট ডেস্ক :

লন্ডনের অ্যাশফোর্ডে বড় ধরণের গ্যাস বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হয়েছেন দুজন। এছাড়া, আঘাতপ্রাপ্ত হয়েছেন আরো অন্তত ৫ জন। আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে দেখা যায় বিশাল অগ্নিকাণ্ড। দমকলকর্মীরা দ্রুতই সেখানে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আশেপাশের মানুষেরা জানিয়েছেন, ওই বিস্ফোরণের পর পুরো রাস্তাটিই কেঁপে উঠে। সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। বর্তমানে ৭টি দমকল দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

যেই বাড়িতে বিস্ফোরণ হয়েছে, সেখানে বৃদ্ধ একটি দম্পতি থাকতো। একজন এসে সেই ধ্বংস্তুপ থেকে সবাইকে উদ্ধার করে। তবে এখনো ওই ব্যাক্তির পরিচয় জানা যায়নি। উদ্ধারের আগে প্রায় ৩ লাখ ৫০ হাজার পাউন্ডের ওই বাড়িতে বেশ কয়েকজন আটকে ছিলেন। এখনো কেউ নিখোঁজ আছে কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন পুলিশ কর্মকর্তারা।

একটি ভিডিওতে দেখা গেছে, একটি বিদ্ধস্ত বাড়ি থেকে আগুন ও ধোয়া উড়ছে। পুলিশ সেখানে রাস্তা ফাঁকা করে সবাইকে কাছাকাছি আসতে নিষেধ করছিল। আহতদের মধ্যে দুজনের অবস্থা সঙ্কটাপন্ন। তাদেরকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।